গভীর রাতে মাঝরাস্তায় স্ত্রীকে বিপদে ফেললেন স্বামী (husband)। ছুটি কাটাতে স্বামী-স্ত্রী বেরিয়েছিলেন। রাতে গাড়ি (car) নিয়ে ঘোরার সময়ে স্ত্রীর (wife) প্রস্রাব করার জন্যে রাস্তা সংলগ্ন জঙ্গলে ঢোকেন। শৌচকর্ম সেরে জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখেন গাড়ি রাস্তায় (road) নেই। মাঝরাতে এই পরিস্থিতিতে ভদ্রমহিলা বিপদে পড়েন। নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে ১২ মাইলের বেশি পথ হাঁটতে হয়েছে ওই ভদ্রমহিলাকে।
ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের (Thailand) মাহা সারাখাম প্রদেশে রাত তিনটে নাগাদ। এই ঘটনা ঘিরে সেদেশের সংবাদমাধ্যমে (media) শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন: Primary Teachers affidavit in HC: চাকরি যাওয়া আরও ৮৮ প্রাথমিক শিক্ষক হলফনামা জমা দিলেন
ছুটি কাটাতে বেরিয়ে এই ঘটনা। সূত্রের খবর, গাড়ি নিয়ে স্বামী (husband) চম্পট দেওয়ার পরে ওই ভদ্রমহিলা গভীর রাতে বিপন্ন অবস্থায় পড়েন তাঁর কাছে মোবাইল (mobile) ফোন না থাকায়। সঙ্গের মোবাইলটি গাড়ির ভিতরে ফেলে গিয়েছিলেন। ফলে স্বামীকে ফোন পর্যন্ত করতে পারেননি।
ওই মহিলা জানিয়েছেন, ১২ মাইলের বেশি পথ হাঁটার পরে তিনি স্থানীয় থানার (police) সঙ্গে যোগাযোগ করেন। এরপর থানা থেকে ২০ বার ওই মহিলার স্বামীকে ফোন করা হয়। কিন্তু একবারও তিনি ফোন (phone) ধরেননি বলে অভিযোগ। এরপর পরদিন সকাল আটটা নাগাদ স্বামীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব করা হয়।
স্বামী (husband) অবশ্য পুলিশকে জানিয়েছেন, তিনি ভেবেছিলেন স্ত্রী (wife) গাড়ির পিছনের সিটে ঘুমিয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই দম্পতির ২৭ বছরের বিবাহিত জীবন। তাঁদের ২৬ বছরের একটি ছেলেও রযেছে। গোটা ঘটনার জন্যে স্বামী (husband) দুঃখপ্রকাশ করেছেন।