
নয়াদিল্লি: পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানের (Flight))। জানা গিয়েছে, বিমানের মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী। তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ায় করাচিতে (Karachi) জরুরি অবতরণ করতে হল এয়ার ইন্ডিয়ার বিমানকে। শনিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাই-অমৃতসর বিমানে এই ঘটনা ঘটে।
বিমান সংস্থা সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৫১ মিনিটে বিমান ছাড়ে। সেটি অমৃতসর আসছিল। বিমান উড়তে শুরু করার কিছু পরেই এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। অবিলম্বে তাঁর চিকিৎসার প্রয়োজন ছিল। সেই কারণেই সেটিকে করাচিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক-সহ এক মেডিক্যাল টিম ওই যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেন। তারপর ওই যাত্রী কিছুটা সুস্থ বোধ করলে দুপুর আড়াইটে নাগাদ ফের বিমানটি অমৃতসরের দিকে রওনা দেয়।
আরও পড়ুন: বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত কেরল, জারি কমলা সতর্কতা
বিমান সংস্থার মুখপাত্র সংবাদ সংস্থা এএনআইকে বলেন, করাচি বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীর চিকিৎসা করেন। তিনি সুস্থ হওয়ার পরেই বিমানটিকে আবার রওনা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়।