Saturday, July 5, 2025
HomeScrollকৃষি আইন নিয়ে মন্তব্যে দলের রোষে কঙ্গনা, চাইলেন ক্ষমা
Kangana Ranaut

কৃষি আইন নিয়ে মন্তব্যে দলের রোষে কঙ্গনা, চাইলেন ক্ষমা

বিতর্কিত মন্তব্য করে দলেরই বিরাগ ভাজন হয়েছেন মান্ডির বিজেপি সাংসদ

Follow Us :

কলকাতা: ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়ত (Kangana Ranaut)। মঙ্গলবার হিমাচলপ্রদেশের মান্ডিতে তিনি বলেছিলেন, কেন্দ্রের উচিত তিন কৃষি আইন (Farm Laws) ফেরত আনা। এ নিয়ে তাঁরই দলের বিরাগভাজন হয়েছেন কঙ্গনা। এক ভিডিও বার্তায় বিজেপির (BJP) মুখপাত্র গৌরব ভাটিয়া (Gaurav Bhatia) জানিয়েছেন, ওই বক্তব্য কঙ্গনার ব্যক্তিগত মতামত, কৃষি আইন নিয়ে দলের অবস্থান তার সঙ্গে মেলে না।

উচ্চ-নেতৃত্বের এই বার্তা পেয়েই ক্ষমা চেয়েছেন মান্ডির সাংসদ। এক ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, “আমার নিজেকে মনে করানো প্রয়োজন যে আমি শুধুমাত্র একজন অভিনেতা নই, রাজনৈতিক নেতাও। আমার মতামত ব্যক্তিগত হতে পারে না, তা দলের বক্তব্যের প্রতিফলন হয়ে দাঁড়ায়।” তিনি আরও বলেন, “আমার মতামত এবং কথায় যদি কাউকে হতাশ করে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি।”

আরও পড়ুন: সাজানো এনকাউন্টার! ধর্ষণে অভিযুক্তের হেফাজতে মৃত্যু নিয়ে মহারাষ্ট্রে তুলকালাম

মঙ্গলবার কঙ্গনা বলেছিলেন, “আমি জানি এই মন্তব্য বিতর্কিত হতে পারে তবে তিন কৃষি আইন ফেরত আনা উচিত। কৃষকদেরই উচিত তা দাবি করা।” গেরুয়া সাংসদের মতে, কৃষি আইন কৃষকদের জন্য উপকারী ছিল। কয়েকটি রাজ্যে আন্দোলনের জেরে কেন্দ্র প্রত্যাহার করতে বাধ্য হয়। কঙ্গনার কথায়, “দেশের উন্নতির পথে শক্তিশালী স্তম্ভ আমাদের কৃষকরা। আমি তাদের প্রতি আর্জি জানাচ্ছি, নিজেদের ভালোর জন্যই আইন ফেরত আনার দাবি জানাক তারা।”

 

বিজেপি সাংসদের এই মন্তব্যে মঙ্গলবারই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “কৃষক-বিরোধী তিন কালো আইনের প্রতিবাদ করতে গিয়ে ৭৫০-র বেশি কৃষক শহীদ হয়েছিলেন। সেই আইন ফেরত আনার প্রচেষ্টা চলছে, আমরা তা কিছুতেই হতে দেব না।” কংগ্রেস নেত্রী আরও বলেন, সবার আগে জবাব দেবে হরিয়ানা।

আম আদমি পার্টির সাংসদ মলবিন্দর সিং কাং বলেন, “প্রধানমন্ত্রী মোদির জন্য আমার খারাপ লাগছে। তিনি বলেছিলেন, তিনি কৃষকদের আশঙ্কার কারণ বুঝতে পারছেন না এবং আইন ফেরত প্রত্যাহার করছেন… মনে হচ্ছে হয় কঙ্গনা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন কিংবা প্রধানমন্ত্রী অসহায় হয়ে পড়েছেন। এটা বিজেপিই বলতে পারবে।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39