কানপুর: মাত্র ৪৫ দিনের শিশু পাচার হয়ে গিয়েছে। পাচারের গোটা ঘটনাও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। তবুও নিষ্ক্রিয় পুলিস। প্রায় একমাসেও উদ্ধার হয়নি শিশু। বরং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে টাকা চাওয়ার অভিযোগ উঠছে পুলিসের বিরুদ্ধে। সম্প্রতি এমন ছবিই ধরা পড়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের কানপুরে।
উন্নাও জেলার মাখির বাসিন্দা রাম কিশোর যাদব এবং তাঁর স্ত্রী শান্তি দেবী ৩ এপ্রিল গাজিপুর থেকে কানপুর যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁদের মাত্র ৪৫ দিনের শিশুকন্যা। ট্রেনে আচমকাই এক মহিলা তাঁদের সিটে বসে। এরমধ্যেই শিশুটি কাঁদতে শুরু করে।
পরিবারের অভিযোগ, ওই মহিলা নিজে থেকেই শিশুটিকে খাওয়াতে শুরু করে। সেই সময় ওই মহিলার সঙ্গে পরিবারটি কথা বলতে শুরু করে। ট্রেনটি কানপুর সেন্ট্রাল পৌছোয়। ততক্ষণ ওই মহিলার সঙ্গে পরিবারটির আলাপচারিতা জমে ওঠে।
এরপর ওই মহিলা শিশুটির মা শান্তিকে হোটেলে নিয়ে যায় খাবার খাওয়াতে। সেই সময়েই সুযোগ বুঝে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায় ওই মহিলা। গোটা ঘটনা বুঝতে পারলে মাথায় হাত পড়ে যায় ওই পরিবারের। ঘটনা উল্লেখ করে হরবন মহল থানায় একটি চিঠি দেওয়া হয়। তাতে শিশু চোর মহিলার মোবাইল নম্বরও উল্লেখ করা হয়।
আরও পড়ুন- Unnao Rape: যোগীরাজ্যে চাকরির প্রথম দিনেই নার্সকে ‘গণধর্ষণ’, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ
ঘটনার প্রায় একমাস কেটে গেলেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে। উদ্ধারও করা হয়নি ওই ৪৫ দিনের শিশুকে। পরিবারের অভিযোগ, এই বিষয়ে তদন্ত করতে ৫০ হাজার টাকা দাবি করেছে পুলিস। ওই শিশুটির নিখোঁজ পোস্টার ছাপিয়েই দায় সেরেছে পুলিস। বলা হয়েছে, টাকা না দিলে কোনও তদন্ত করা হবে না।