জ্যোতিষশাস্ত্র: সমৃদ্ধি কে না চায়! আর্থিক স্বচলতার জন্য প্রতিদিন মানুষ নানান উপায়ে উপার্জনের চেষ্টা করছে। রোজগার তো হচ্ছে কিন্তু সঞ্চয় হচ্ছে না। আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। জীবনে আর্থিক অনটন দূর করতে এবং জীবন থেকে সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে তুলতে মেনে চলুন এইসব নিয়মাবলী-
পরিবারের মানুষদের অনবরত অশান্তি, দোকান বা ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছে- বুঝবেন আপনার জীবনে বাস্তুদোষ ও নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে। জীবন থেকে বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি দূর করতে ঘরের কোণায় কিছু কর্পূর রাখুন (Astrology Tricks)। ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। প্রতিদিন সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আরতি করলে ঘরের বাস্তু দোষ দূর হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
আরও পড়ুন: মাত্র দশটি তুলসী পাতাই হবে আপনার জীবনের মহৌষধী!
সকালে এবং সন্ধ্যায় রান্নাঘরের কাছে একটি পাত্রে কিছু লবঙ্গের টুকরো এবং কর্পূর পুড়িয়ে দিন। অর্থহানির সমস্যা দূর হবে। সুপ্ত সৌভাগ্যকে জাগানোর জন্য প্রতি শনিবার স্নানের জলে কর্পূরের কিছু অংশ যোগ করে স্নান করুন। কেটে যাবে জীবনে এগিয়ে চলার পথে সমস্ত বাধা।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একাধিক বই ও তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কলকাতা টিভি ডিজিটাল কোনও রকমের কু-সংস্কারে বিশ্বাস করেনা কিংবা কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত আনতে চায়না। উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও খবর দেখুন