কলকাতা: মেট্রো যাত্রীদের সুখবর। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো (Howrah Maidan-Esplanade Metro) চলবে রবিবারও। বৃহস্পতিবার মেট্রো (Kolkata Metro) রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অর্থাৎ গ্রীণ লাইনে (Metro Green Line) রবিবারও মিলবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রের খবর, ১৫ মিনিট পর পর মিলবে এই পরিষেবা। রবিবার সারা দিনে ৬২ টা মেট্রো চলবে। রবিবার গ্রীন লাইন হাওড়া ময়দান থেকে ৩১ টা মেট্রো চালানো হবে, এসপ্ল্যানেড থেকে ৩১ টা মেট্রো চালানো হবে। সেকশনে সোম থেকে শনিবার পর্যন্ত মেট্রো চালাতাম। এবার থেকে রবিবারও মেট্রো চলবে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে গঙ্গার নিচে মেট্রো পরিষেবা রবিবারেও চালু থাকবে। দুপুর ২টো ১৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। রবিবার হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।
দেখুন ভিডিও