কলকাতা: রাষ্ট্রপতির (President) হস্তক্ষেপ চেয়ে মেল করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। দাবিতে অনড়। স্বাস্থ্যভবনের সামনে অবস্থান গড়াল চতুর্থ দিনে। রাষ্ট্রপতির সাহায্য চাইলেন জুনিয়র ডাক্তাররা।
শর্তের গেরোয় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে চলতি অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে তাঁকে মেল করলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে কোনও সাড়া মেলেনি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্য ভবনের ধরনায় ফিরছেন ডাক্তাররা
মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক না হওয়ার পর ডাক্তাররা জানিয়েছিলেন, আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কী চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে তার বিচার। ভবিষ্যেত যাতে এমন ঘটনা না ঘটে তার নিশ্চয়তা। তা নিশ্চিত করার জন্য যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, যাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন তাঁদের শাস্তি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম। গত ৩৩ দিন ধরে আমরা রাস্তায়। দরকারে আরও ৩৩ দিন আমরা রাস্তায় পড়ে থাকব। কিন্তু বিচার আমাদের চাই। আমরা চেয়ার চাই না।
আরও খবর দেখুন