বাঁকুড়া: তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। পুরসভার আলো বিভাগের কর্মীদের প্রাণনাশের হুমকি। প্রতিবাদে কর্মবিরতি কর্মীদের। এই ধরনের ঘটনা কাম্য নয়। ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস বাঁকুড়া পুরসভার। তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। পুরসভায় ঢুকে আলো বিভাগের কর্মীদের হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে শুক্রবার সকাল থেকেই সরব হয়েছেন কর্মীরা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা বাপি চক্রবর্তীর দাবি, তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন কোনও হুমকি হেনস্থা করা হয়নি।
পুরসভার আলো বিভাগে ঢুকে রীতিমতো দাদাগিরি দেখালেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। অভিযোগ, বাঁকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা বাপি চক্রবর্তী বৃহস্পতিবার বাঁকুড়া পুরসভার আলো বিভাগের দফতরে ঢুকে কর্মীদের হেনস্থা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। লোকজন নিয়ে এসে পুরসভার আলো বিভাগের কর্মীদের শাসানি দেয় এবং তালাবন্দী করে রাখে। এই ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন আলো বিভাগের কর্মীরা। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেছেন আলো বিভাগের কর্মীরা। নিরাপত্তা ও অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের দাবি নিয়ে সরব হয়েছেন আলো বিভাগের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা।
আরও পড়ুন: আবগারি দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন কেজরিওয়ালের
বাঁকুড়া পুরসভার দাবি, এই ধরনের ঘটনা কাম্য নয়। কর্মীদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছে পুরসভা। পাশাপাশি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাস দেওয়া হয়েছে পুরসভার তরফে। অভিযুক্ত বাপি চক্রবর্তীর দাবি, তিনি ওয়ার্ডের আলো নিয়ে সমস্যার কথা জানাতে গিয়েছিলেন। প্রতিবাদ করে ছিলেন কোনও হুমকি হেনস্থা করা হয়নি। সাধারন মানুষের সমস্যা নিয়ে গিয়েছিলাম। আমি কোনও অন্যায় কাজ করেননি বলেও দাবি বাপির।
দেখুন আরও অন্যান্য খবর: