নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় (Money Laundering Case) ইডির (ED) সমনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
সূত্রের খবর, ইডির সমনের আবেদনে সাড়া দিচ্ছে না কেজরিওয়াল, ফলে এই মর্মে আগেই দিল্লি আদালতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সমন এড়িয়ে যাওয়ার অভিযোগের প্রত্যুত্তরে ইডির অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে যান কেজরিওয়াল।
আরও পড়ুন:শাহরুখ খানকে হুমকি ফোন, গ্রেফতার আইনজীবী
নিম্ন আদালত ইতিমধ্যে এই কেন্দ্রীয় সংস্থার অভিযোগ গ্রহণযোগ্য বলে জানিয়েছে। সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করেছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের অভিযোগ, ইডি আবগারি মামলায় তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনছে তা ভিত্তিহীন।
আরও পড়ুন: হীরা গোল্ডের সম্পত্তি নিলামে বিক্রির নির্দেশ সুপ্রিম কোর্টের
বিচারপতি মনোজ কুমার ওহরি আবদনের শুনানিতে ইডির পক্ষ থেকে আসা আপত্তির ওপর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “এই ফৌজদারি মামলায় বিচার স্থগিত করার কোনও প্রশ্ন নেই। ট্রায়াল কোর্টের আদেশ, যা কেজরিওয়াল চ্যালেঞ্জ করেছেন, তা গত দুই মাস আগে দেওয়া হয়েছিল এবং এটি নতুন কোনও আদেশ নয়।”
এর মাধ্যমে আদালত কেজরিওয়ালের আবেদনকে অগ্রাধিকার দিয়ে ইডিকে তাদের প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছে আদালত। কেজরিওয়ালের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, এক অফিসার দ্বারা সমন জারি করা হয়েছিল, অন্য একজন অফিসার অভিযোগটি দায়ের করেছিলেন।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি দায়রা আদালতের ১৭ সেপ্টেম্বরের আদেশকে চ্যালেঞ্জ করেছেন যা সমনকে চ্যালেঞ্জ করে তার আবেদন খারিজ করে দেওয়া হয়।
হাইকোর্ট ইডিকে বলেছে, কেজরিওয়ালকে কেন এই নোটিস পাঠানো হয়েছে তার কারণ ব্যাখ্যা করতে। কারণ এই শুনানি আগামীদিনে রাজনৈতিক দিক দিয়ে বৃহত্তর জায়গায় যেতে পারে, সেই সেইসঙ্গে কেজরিওয়ালের রাজনৈতিক ক্যারিয়ারকে প্রভাবিত করতে পারে। পরবর্তী শুনানি আগামী ১৯ ডিসেম্বর।
দেখুন অন্য খবর: