কলকাতা: আরজি করে চিকিৎসকর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষীদের ফাঁসির দাবিতে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের মহিলা চিকিৎসকে ধর্ষণ খুনের ঘটনার কিনারা করতে সিবিআইকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার আর জি কর কাণ্ডের (RG Kar Hospital Incident) প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ের জনসভা থেকে মমতার ঘোষণা, ”সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে, তাহলে আগামিদিনে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আমরা ধরনা করব। তিনি ঘোষণা করেন, সোমবার রাখিবন্ধনের দিন ভাইবোনদের রক্ষার জন্য তৃণমূলের কর্মসূচি হবে। এর আগে এই ঘটনার কিনারা করার জন্য পুলিশকে সময় বেধে দিয়েছিলেন। রবিবার অর্থাৎ ১৮ আগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেবেন বলে জানিয়েছিলেন। তার আগে এই মামলার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। এবার সিবিআই-কেও তিনি ডেডলাইন বেঁধে দিলেন।
আরও পড়ুন: আরজি করের দোষীদের ফাঁসির দাবিতে পথে মুখ্যমন্ত্রী
শুক্রবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামেন মুখ্যমন্ত্রী। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। মিছিলের শেষে মমতা বলেন, প্রথম দিন থেকে বলছি, দোষীদের শাস্তি চাই। এই ঘটনাকে সমর্থন করি না। ফাঁসি হোক। রাজ্য সরকার ফাঁসির পক্ষে। মমতা বলেন, সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আমরা ধরনা করব। এদিন বক্তব্যের শেষে দোষীদের ফাঁসি চাই। রবিবারের মধ্যে ফাঁসি চাই। স্লোগান তোলেন মমতা।
অন্য খবর দেখুন