যাদের হাত ধরে হাঁটতে শেখা, কথা বলতে শেখা, অ-আ- ক-খ শেখা সেই বাবা-মাকে দেখে না সন্তান। সমাজের সব স্তরে এই সমস্যা কমবেশি দেখাই যায়। নিত্যনৈমিত্তিক এই সমস্যাই এবার পর্দায় উঠে আসছে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ‘সন্তান’ (Shontaan) সিনেমার হাত ধরে।
মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)- অভিনীত রাজ চক্রবর্তীর নয়া ছবির বিষয়বস্তু বাবা-মাকে না দেখে এক ছেলে বিলাসবহুল কাটানোর গল্প। শুভশ্রীকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। বাবার ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী ও ছেলের ভূমিকায় রয়েছেন ঋত্বিক।
আরও পড়ুন: সল্টলেকে কালীপুজোর উদ্বোধনে এসে ট্রোলের মুখে সোহিনী সরকার
মুক্তি পেল ‘সন্তান’-এর ট্রেলার
সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। দেখা যাচ্ছে, ছবিতে বাবা ছেলের নামে মামলা করেছে। অভিযোগ ছেলে তাদের দেখে না। সেই মামলাই লড়বেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্র। ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অনুসুয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়,সোহিনী সেনগুপ্ত ও অহনা দত্ত। শুরুতে দেখা যায়, ছেলের বিরুদ্ধে কেস করতে কোর্টে এসেছেন মিঠুন। তার আইনজীবী শুভশ্রী। এরপর আসে গল্পের একাধিক মোড়। প্রথমে অনুসূয়া ক্ষুদ্ধ হবেন তাঁর ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে। তারপর একসময় মা ছেলেকে থাপ্পড় মেরে বলছেন, ‘আমার স্বামী বিক্রি হওয়ার জন্য নয়।’
প্রসঙ্গত, এই ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। চলতি বছর পুজোয় মুক্তি পায়নি এসভিএফ-এর কোনও ছবি। তবে এবার শীতের ছুটিতে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর সন্তান। সম্ভবত, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সসের নতুন ছবি ‘খাদান’-এর সঙ্গে মুক্তি পাবে ‘সন্তান’। শীতে ছুটির মরসুমে মুখোমুখি মিঠুন ও দেব।
দেখুন আরও খবর: