কলকাতা: শিলিগুড়িতে জমি মাফিয়া চক্র (Land mafia in Siliguri) চলছে বলে নিজের দলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে (Siliguri Mayor Gautam Dev) হুঁশিয়ারি দেন। মমতা বলেন, গৌতম, এ ব্যাপারে তুমিও দায়িত্ব এড়াতে পার না। শিলিগুড়ি শহরের পানীয় জল সরবরাহ ব্যবস্থা নিয়েও মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন সংস্থা বা এসজেডিএর বিরুদ্ধে কয়েক বছর আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। সিআইডি তার দুর্নীতি নিয়ে তদন্তও করে। তারপর এসজেডিএ ভেঙে দেওয়া হয়। বিরোধীরাও শিলিগুড়ি শহরে জমি নিয়ে মাফিয়া চক্রের অভিযোগ তুলেছে। এবার খোদ মুখ্যমন্ত্রীর মুখে শিলিগুড়িতে সেই জমি মাফিয়া চক্রের কথা শোনা গেল।
আরও পড়ুন: পুর-বৈঠকে বড় খবর! কী বললেন মমতা?
কয়েকদিন আগে শিলিগুড়ি পুর এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দেয়। জলের জন্য রীতিমতো হাহাকার দেখা দিয়েছিল। শহরবাসী মাত্রাতিরিক্ত দাম দিয়ে দোকান থেকে জল কিনতে বাধ্য হন। লোকসভা ভোটে শিলগুড়ি পুর এলাকায় সব কটি ওয়ার্ডেই এবার তৃণমূল পিছিয়ে পড়েছে। তৃণমূল সূত্রের খবর, এই কারণেই এদিন মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মেয়রকে তুলোধনা করেন। এদিন মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিধাননগর পুরসভাও। তিনি বলেন, এই পুরসভার কাজ দেখলে লজ্জা লাগে। আমি বলতে বাধ্য হচ্ছি, এই পুরসভার নির্বাচিত কাউন্সিলররা কোনও কাজ করেন না। দমকলমন্ত্রী সুজিত বোসের নাম করে তিনি বলেন, সুজিত টাকা নিয়ে বিধাননগরে লোক বসাচ্ছে।
অন্য খবর দেখুন