নভেম্বরের প্রথম দিন, দীপাবলির পরের দিন, কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের পরিবারে এক নতুন অতিথির আগমন ঘটে। সেদিন তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়, যা পরিবারের জন্য এক অত্যন্ত আনন্দের দিন হয়ে ওঠে। নতুন বাবা-মা হওয়া এই তারকা দম্পতির জন্য জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ছোট্ট মেয়ের নাম রাখা হয়েছে ‘কৃষভি’, যা কৃষ্ণের নামের সাথে মিলে যায়। এই নামটি একদিকে যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে, অন্যদিকে তাঁদের পরিবারে একটি বিশেষ জায়গা তৈরি করেছে।
কাঞ্চনের উদ্দেশ্যে খোলা চিঠি শ্রীময়ীর!
নতুন বাবা-মা হওয়া কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ তাঁদের সন্তানকে ঘিরে বেশ উচ্ছ্বসিত। পরিবারে এই ছোট্ট অতিথির আগমনকে কেন্দ্র করে এক গভীর আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে। শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে কাঞ্চন তাঁকে চা খাইয়ে দিচ্ছেন হাসপাতালে। এই দৃশ্যটি একেবারে হৃদয়স্পর্শী এবং দাম্পত্য জীবনের আন্তরিকতা ও সম্পর্কের গভীরতাকে তুলে ধরে।
তবে শুধু এক ছবিই নয়, শ্রীময়ী এই বিশেষ মুহূর্তে তার স্বামী কাঞ্চনের জন্য একটি খোলা চিঠিও লিখেছেন, যা নিয়ে সকলেই মুগ্ধ। শ্রীময়ী তাঁর চিঠিতে লিখেছেন, “যে মানুষটি আমার সব পরিস্থিতিতে পাশে থেকেছে, আমার জীবনের সব থেকে ভালো বন্ধু, সেই মানুষটির প্রতি আমার ভালোবাসা অমূল্য। তোমার কারণেই আমি সুস্থভাবে একটি জীবন সৃষ্টি করতে পেরেছি। এই পৃথিবীকে তোমার দেওয়ার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। তোমায় অনেক ভালোবাসি।”
আরও পড়ুন : জন্মদিনের শুভেচ্ছা, ঋতুপর্ণা সেনগুপ্ত
শ্রীময়ী তাঁর চিঠিতে আরও উল্লেখ করেন, যে কাঞ্চন তাঁর গর্ভাবস্থার প্রথম দিন থেকে তাঁর যত্ন নিয়েছেন, প্রতিটি খাওয়া-দাওয়ার ইচ্ছে পূরণ করেছেন, এবং অসংখ্য ছোট ছোট মুহূর্তে তাঁর পাশে ছিলেন। প্রেগন্যান্সির সময় এবং সন্তান যত্নের পরেও কাঞ্চন তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর এই অক্লান্ত যত্নের জন্য শ্রীময়ী একাধারে প্রেম এবং প্রশংসা প্রকাশ করেছেন।
এছাড়া, শ্রীময়ী আরও জানান, প্রেগন্যান্সির সময়ে তাঁর মেজাজের ওঠানামার কারণে কাঞ্চন কোনো দিনও মুখ তুলে কিছু বলেননি, বরং তিনি সবসময় তাঁকে ভালোবাসা, সহানুভূতি এবং সহিষ্ণুতার সাথে সহ্য করেছেন। তাঁর এই দয়ালু আচরণ এবং ভালোবাসা শ্রীময়ীর কাছে এক অমূল্য উপহার হয়ে ওঠে।
কাঞ্চন মল্লিকও স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন, তবে তিনি তা প্রকাশ করেন তাঁর সাধারণ, কোমল আচরণে এবং পরিবারের নতুন সদস্যের আগমনের মুহূর্তে তাঁদের একে অপরের প্রতি নিবেদিত প্রীতি দিয়ে। আজকের এই দম্পতির সম্পর্ক এক দৃষ্টান্ত, যেখানে একজন অপরজনের পাশে থাকে, সব পরিস্থিতিতে একে অপরকে ভালোবাসে এবং সহানুভূতির সঙ্গে জীবন কাটায়।
এই দাম্পত্য জুটির সন্তান কৃষভি জন্মের পর তাদের পরিবার এক নতুন উল্লাসে মেতে উঠেছে। বাবা-মায়ের ভালোবাসা, সংবেদনশীলতা এবং একে অপরের প্রতি নিবেদিত মনোভাব দেখে সবাই মুগ্ধ। এক নতুন জীবনের শুরু এই তারকা দম্পতির জন্য আরও একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।
দেখুন আরও খবর :