কলকাতা: টলিপাড়ার হটেস্ট নায়িকা তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। তন্বীর ফ্যানেদের সংখ্যাও বেশ লম্বা। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন তিনি। নিজের একাধিক ছবি-ভিডিও শেয়ার করে থাকেন সেখানে। অভিনেত্রীর ছবি উষ্ণতা ছড়িয়েছে স্যোশাল মিডিয়ায়।
মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তন্বী লাহা রায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তিনি বড়পর্দায় মন দিয়েছিলেন। অভিনেতা রাজদীপ গুপ্তকে মন দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তন্বী বেশ অ্যাক্টিভ থাকেন। বেশি কয়েকটিক ছবি-ভিডিও শেয়ার করেছেন তন্বী। যেখানে তাঁর সাহসী অবতার ফুটে উঠেছে। ছবিতে দেখা গিয়েছে, আলো-আধাঁরি পরিবেশে রয়েছেন তন্বী। লাল রঙের প্রিন্টেড প্যান্ট ও কালো রঙের টপ। তবে সেই টপ কাঁধ থেকে খুলে পড়েছে। এলোমেলো চুল। হাতে ধরা বেগুনি রঙের চন্দ্রমল্লিকা। তন্বীর বক্ষবিভাজিকা এই ছবিতে স্পষ্ট। অভিনেত্রীর সৌন্দর্য বাড়িয়েছে তাঁর সেপ্টাম ও নাকফুল। অভিনেত্রীর বোল্ড লুকে ঘুম উড়েছে নেটিজেনদের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই পোস্ট।
আরও পড়ুন: ব্রালেটে বোল্ড লুকে উষ্ণতা ছড়ালেন মিমি
View this post on Instagram
অন্য খবর দেখুন