কোচবিহার: কোচবিহারে তৃণমূল নেতা (Tmc) রাজু দে-র উপর হামলার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে বেশ কিছু দুস্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। যদিও, এই অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের (Coochbehar) বেসরকারি হসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। বিপদমুক্ত রয়েছেন রাজু দে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। শুক্রবার রাু দে -কে দেখতে হাসপাতালে যান জেলা তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, রাজু দে কোচবিহারের ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বৃহস্পতিবার তাঁর উপর হামলার ঘটনায় শুক্রবার সকাল থেকে কোচবিহারে চলে বিক্ষোভ। কোচবিহার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এদিন মিছিল করেন তৃণমূল কর্মীরা। পরে রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করেন তৃণমূল সমর্থকরা। কেন বারবার দুস্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
আরও পড়ুন : শমীকের সভাপতি হওয়ার পর দিনই এ কী বললেন দিলীপ ঘোষ?
কে বা কারা এই ধরনের হামলা চালাল, কি উদ্দেশ্যই বা ছিল এই ঘটনার পিছনে, তা এখনও পরিস্কার নয়। তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, এই ঘটনায় জড়িত থাকার উদ্দেশ্যে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
দেখুন খবর