ক্যানিং: ভোট চাইতে এলে বিজেপি (BJP) নেতা কর্মীদের বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাসস্ট্যান্ডে তৃণমূলের একটি জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন ক্যানিং (Canning) পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস (MLA Paresh Ram Das)। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসীর উদ্দেশে বলেন, লোকসভা ভোটে বিজেপি নেতা কর্মীরা এলাকায় ভোট চাইতে আসলে তাদের বেঁধে রাখুন।
এদিন তিনি বলেন, ১০০ দিনের কাজ আবাস যোজনার ঘর সহ কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা থেকে রাজ্য সরকার বঞ্চিত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি করছে। গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা সহ অন্যান্য কর্মসূচির টাকা রাজ্য সরকারকে দেয়নি।
আরও পড়ুন: মোহনের মৃত্যু ও চুরির প্রতিবাদে জনতার বনধ বানেশ্বরে
পরেশরাম দাস বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মী তথা বিরোধীদের উদ্দেশ্যে জানান, দল মত নির্বিশেষে কেন্দ্রের কাছে সকলকেই রাজ্যের এই পাওনা টাকার জন্য আন্দোলন করতে হবে। বিজেপিরা যদি এই আন্দোলনে সামিল না হয় তাহলে আগামী লোকসভা নির্বাচনের (Lok Sabha elections) জন্য এলাকায় ভোট চাইতে আসলে তৃণমূল কংগ্রেস কর্মী এবং এলাকার সাধারণ মানুষরা যেন তাদেরকে বেঁধে রাখুন। যদিও এই প্রসঙ্গে পরেশকে পাল্টা এক হাত নিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনিপ দাস।
আরও অন্য খবর দেখুন