কলকাতা: বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগে (UEFA Europa Legaue) মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। স্পোর্টিং লিসবন থেকে কোচ করে আনা রুবেন অ্যামোরিম (Ruben Amorim) দায়িত্বভার নেবেন ১১ নভেম্বর। এদিনের ম্যাচে ডাগ আউটে থাকবেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ভ্যান নিস্তেলরুই (Rud Van Nistelrooy)। তাঁর অধীনে দুটি ম্যাচ খেলেছে ওল্ড ট্রাফোর্ডের (Old Tarfford) ক্লাব, একটিতে বড় জয় এসেছে। অন্য ম্যাচে চেলসির বিরুদ্ধে ড্র হয়েছে।
নিস্তেলরুইয়ের অধীনে ম্যান ইউয়ের আক্রমণে বৈচিত্র্য এবং ধার বেড়েছে তাতে সন্দেহ নেই। চেলসির বিরুদ্ধে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিলেন ব্রুনো ফার্নান্ডেজরা (Bruno Fernandez)। কিন্তু ফিনিশ করতে ব্যর্থ হয়েছিলেন। নিস্তেলরুই নিজে এককালে দুর্ধর্ষ স্ট্রাইকার ছিলেন। গোল করে ম্যান ইউকে বহু ম্যাচ জিতিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে ম্যান ইউয়ের এখনকার ফরোয়ার্ডরা উন্নতি করতেই পারেন।
আরও পড়ুন: মায়ের আশীর্বাদ নিয়ে অস্ট্রেলিয়া চললেন ঋষভ পন্থ
Come on you Reds 🔴#MUFC || #UEL
— Manchester United (@ManUtd) November 7, 2024
বৃহস্পতিবার রাতে ম্যান ইউয়ের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব পিএওকে। আশা করা যায় এ ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে পারবেন মার্কাস র্যাশফোর্ডরা (Marcus Rashford)। ইউরোপা লিগে তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছেন তাঁরা। তিন পয়েন্ট নিয়ে ২২ নম্বরে ধুঁকছে। পরের রাউন্ডে যেতে হলে আজকের ম্যাচ জেতা চাই।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পেপ গুয়ার্দিওলার ম্যান সিটিকে ৪-১ গোলে ধ্বংস করেছে অ্যামোরিমের স্পোর্টিং। এই ম্যাচের পর আশাবাদী হয়েছে মান ইউ সমর্থকরা। কিন্তু অ্যামোরিম জানিয়ে দিয়েছেন, স্পোর্টিং যে ফুটবল খেলছে তা ম্যান ইউয়ের পক্ষে সম্ভব নয়। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবের ক্ষেত্রে অন্যভাবে শুরু করতে হবে।