রাঁচি: সোশ্যাল মিডিয়ায় একেবারেই ‘অ্যাকটিভ’ থাকেন না প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। পোস্ট করেন কালেভদ্রে। এহেন ধোনি ফেসবুকে পোস্ট করলেন সোমবার আর এমনই পোস্ট করলেন যে নেট পাড়া তা নিয়েই চর্চা চালিয়ে যাচ্ছে। আসন্ন আইপিএলে (IPL 2024) তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে তা নিয়েই তৈরি হয়েছে ধন্দ।
এমন কী পোস্ট করলেন ধোনি?
আরও পড়ুন: ৬ গোলে হুঙ্কার আর্সেনালের, খেতাবি লড়াই আরও টানটান
নিজের ফেসবুক পেজে বিশ্বজয়ী অধিনায়ক লেখেন, “নতুন মরসুম এবং নতুন ভূমিকার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গে থাকুন।” নতুন ভূমিকার কথা শুনে এমনিই চাঞ্চল্য ছড়ানোর কথা তার উপর ভূমিকা শব্দটি ঊর্ধ্বকমার মধ্যে রেখে রহস্য আরও বাড়িয়েছেন মাহি। তাহলে কি আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব করবেন না তিনি? নাকি খেলা ছেড়ে শুধু মেন্টরশিপ করবেন?
আইপিএলের জন্য ব্যাট হাতে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছে ধোনিকে। কিন্তু তিনি তাঁর ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন কি না সেকথা নিশ্চিত করেননি। গত বছর তিনি এও বলেন, আমি সিএসকে-র সঙ্গে থাকব, খেলোয়াড় হিসেবে হোক কিংবা মেন্টর হিসেবে। সে কারণেই সোমবার তাঁর ফেসবুক পোস্টের পর শোরগোল পড়েছে।
প্রসঙ্গত, গত শনিবার থেকে শিবির শুরু হয়েছে সিএসকের। স্থানীয় এবং দেশীয় ক্রিকেটারদের প্রথম ব্যাচ শুক্রবারই পৌঁছে গিয়েছিল। চলে এসেছেন দীপক চাহারও (Deepak Chahar)। জাতীয় দলে ফিরতে এই আইপিএল তাঁর প্ল্যাটফর্ম। তবে সবার চোখ সেই ধোনির দিকে, কারণ খেলোয়াড় হিসেবে এটাই তাঁর শেষ মরসুম।
দেখুন অন্য খবর: