Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনরামচরণকে 'ইডলি' বলায় শাহরুখের প্রতি রুষ্ট নেটপাড়া!
Ram Charan-Shah Rukh Khan

রামচরণকে ‘ইডলি’ বলায় শাহরুখের প্রতি রুষ্ট নেটপাড়া!

শাহরুখ খান বর্ণবিদ্বেষী আচরণ করছেন, শোরগোল নেটপাড়ায়

Follow Us :

গুজরাত: ১ মার্চ থেকে গুজরাতের জামনগরে বসছিল মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি (Anant Ambani) এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহের অনুষ্ঠান। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে মিলে মিশে একাকার হয়েছিল হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ। দেশ-বিদেশের তারকা থেকে শুরু করে বিশ্বের নামী শিল্পপতি, সকলকেই দেখা গেছে রাধিকা এবং অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। মার্ক জাকারবার্গ থেকে ইভাঙ্কা ট্রাম্প, বিল গেটস থেকে পপ গায়িকা রিহানা উপস্থিত ছিলেন সেখানে।

আরও পড়ুন:

কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৫)

রাধিকা এবং অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা গেল, বি-টাউনের একরাশ তারকাকে। ‘ধড়ক’ ছবির গানে অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে রিহানার পারফরমেন্স তাক লাগিয়েছে সকলকে। অন্যদিকে, ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানে মঞ্চ মাতান শাহরুখ-সলমন-আমির। একসময় দক্ষিণী তারকা রাম চরণ (Ram Charan)-ও তাদের সঙ্গে মঞ্চে যোগ দেন। এসে তাঁর ছবির গানে তিন খানের সঙ্গে পা মেলান।

আরও পড়ুন: 

লুকে পুষ্পারাজের ছোঁয়া! মাফিয়া বেশে হাজির দেব

রাম চরণকে মঞ্চে আমন্ত্রণ জানান শাহরুখই (Shah Rukh Khan)। কিং খান মজা করে দক্ষিণী অভিনেতাকে মঞ্চে ডাকার সময় তেলুগু বা তামিল ভাষায় কিছু একটা বলেন। সোশ্যাল ভাইরাল হয়েছে সেই ভিডিও। রামচরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান ভিডিয়োতে মন্তব্য করেছেন, ‘আমি শাহরুখের বিশাল ভক্ত, তবে তিনি যেভাবে মঞ্চে রাম চরণকে ইডলি বলেছিলেন, তা আমার একেবারে ভালো লাগেনি’।

 

রামচরণকে শাহরুখের ‘ইডলি’ সম্বোধনে অখুশি নেটিজেনরাও। এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘শাহরুখ খান রাম চরণকে ‘ইডলি’ বলে উল্লেখ করে অসংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। যা দক্ষিণ ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী, স্টেরিওটাইপ।

আরেকজন মন্তব্য করেছেন, ‘শাহরুখ খান দক্ষিণ ভারতীয় রাম চরণকে ইডলি বলে বর্ণবাদী আচরণ করছেন। অন্য আরেকজন বলেছেন, একজন দক্ষিণ ভারতীয় পরিচালক তাঁকে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় হিট দেওয়ার পরে শাহরুখ খান রাম চরণকে ‘ইডলি’ বলে দক্ষিণ ভারতীয়দের সঙ্গে রেসিস্টের মতো আচরণ করছেন। সবমিলিয়ে নেটপাড়ায় জোরদার বিতর্ক শুরু হয়েছে কিং খানের মন্তব্য নিয়ে। যদিও শাহরুখ অনুরাগীদের মন্তব্য, নিছকই মজার ছলে ঘটেছে পুরো ঘটনাটি। এটার সঙ্গে বর্ণবিদ্বেষী মনোভাবের কোনও সম্পর্ক নেই।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular