Saturday, July 5, 2025
HomeScrollএ যাত্রা চাকরি বেঁচে গেল ম্যান ইউ কোচের!
Manchester United

এ যাত্রা চাকরি বেঁচে গেল ম্যান ইউ কোচের!

২০২৩-২৪ মরসুমে ব্যর্থতা এবং লজ্জার একাধিক খাদ স্পর্শ করেছে ঐতিহ্যশালী ক্লাব

Follow Us :

কলকাতা: চাকরি বেঁচে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কোচ তথা ম্যানেজার এরিক টেন হাগের (Erik Ten Hag)। ইউরোপীয় ফুটবলের বাজারে এমনটাই শোনা যাচ্ছে। খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো (Fabrizio Romano) এই খবর জানানোয় তার সত্যতা সম্পর্কে প্রায় ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যায়। এমনও শোনা যাচ্ছে, টেন হাগের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের আলোচনা চলছে। পুরনো চুক্তির মেয়াদ আর এক বছর।

আরও পড়ুন: ইউরো মাতাতে তৈরি, জোড়া গোলে বোঝালেন রোনাল্ডো

২০২৩-২৪ মরসুমে ব্যর্থতা এবং লজ্জার একাধিক খাদ স্পর্শ করেছে ঐতিহ্যশালী ক্লাব। এই প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) আট নম্বরে শেষ করেছে তারা। এই প্রথমবার গোলপার্থক্য মাইনাসে চলে গিয়েছে তাদের। এই প্রথমবার নিউকাসল ইউনাইটেডেরও নীচে শেষ করেছে ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। তাছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছিল। ক্লাবের মালিকানায় নতুন প্রবেশ ঘটা স্যর জিম র‍্যাটক্লিফের ইনিয়স সংস্থা টেন হাগকে রাখতে চায় না বলেই আগে শোনা গিয়েছিল।

 

টমাস টুখেল সহ কয়েকজন কোচের সঙ্গে কথাবার্তাও হয়েছিল ইনিয়সের। কিন্তু শেষ পর্যন্ত টেন হাগেই আস্থা রাখার কারণ একেবারে শেষ মুহূর্তে এফএ কাপ (FA Cup) জয়। প্রবল শক্তিশালী ম্যান সিটিকে হারিয়ে এই ট্রফি জিতেছে ম্যান ইউ। এবং এই ট্রফি জিতে পরের মরসুমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুই মরসুম দায়িত্বে থেকে দুটি ট্রফি (২০২২-২৩-এ লিগ কাপ) ঘরে তুলেছেন টেন হাগ। তাছাড়া আলেহান্দ্রো গারনাচো, কোবি মেইনুর মতো তরুণ প্রতিভাকে তুলে এনেছেন। আপাতত তাঁর হাতেই ক্লাবের ভবিষ্যৎ ছাড়ল ক্লাব কর্তৃপক্ষ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39