Saturday, July 5, 2025
HomeScrollআজ ম্যান ইউ-লিভারপুল, ওল্ড ট্রাফোর্ডে ‘ঐতিহাসিক’ দ্বৈরথ
English Premier League

আজ ম্যান ইউ-লিভারপুল, ওল্ড ট্রাফোর্ডে ‘ঐতিহাসিক’ দ্বৈরথ

ইংল্যান্ডের দুই শহরের শ্রেষ্ঠত্বের, কৌলিন্যের লড়াই

Follow Us :

কলকাতা: শেষ ১০টা বছরে ইংলিশ ফুটবলে প্রায় একাধিপত্য দেখিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। মাঝেমধ্যে চেলসিও লিগ জিতেছে। এককালে লিগ জিতেছে আর্সেনালও। কিন্তু এখনও ইংল্যান্ডের সর্বকালের সফলতম দুই ক্লাব হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। দুই দলের রেষারেষি এমনই যে, ম্যান ইউয়ের কোনও খেলোয়াড় লিভারপুলে খেলতে যাবে না, আবার লিভারপুলের খেলোয়াড়রা ওল্ড ট্রাফোর্ডের ধারে ঘেঁষবে না। আজ এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দ্বৈরথ।

আসলে দ্বৈরথ তো শুধু দুটো ফুটবল খেলা ক্লাবের নয়। ইংল্যান্ডের দুই শহরের শ্রেষ্ঠত্বের, কৌলিন্যের লড়াই। এককালে বন্দর শহর হওয়ার কারণে গুরুত্বপূর্ণ শহর ছিল লিভারপুল। ম্যাঞ্চেস্টার তখনও তেমন নাম করেনি। ষোড়শ শতাব্দীতে বস্ত্রবয়ন শিল্পের পত্তন ঘটল সেখানে। এরপর শিল্পবিপ্লবের ফলে তা ফুলেফেঁপে উঠল। পৃথিবীজুড়ে নাম ছড়াল ম্যাঞ্চেস্টারের। সেই সময় থেকে রেষারেষি এবং পরবর্তীকালে তা সঞ্চারিত হল ফুটবলে।

আরও পড়ুন: পরপর হ্যাটট্রিক, তাণ্ডব শুরু করেছেন হালান্ড

দ্বৈরথের তীব্রতা এতটাই যে এই ডার্বি হারলে ম্যানেজারদের চাকরি চলে যায়। যেমন গিয়েছিল ম্যান ইউয়ের ডেভিড মোয়েস এবং জোসে মোরিনহোর। এহেন ঐতিহ্য, ইতিহাস মাখা দ্বৈরথ শুরু রবিবার ভারতীয় সময় রাত ৮.৩০টায়। খেলা ম্যান ইউয়ের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। এ মাঠে এই দুই দলের শেষ ম্যাচ ২-২ ড্র হয়েছিল। ম্যান ইউয়ের কোচ এরিক টেন হাগ এ ম্যাচ জিতে সমর্থকদের আশ্বস্ত করতে চাইবেন। আর লিভারপুলের নতুন কোচ আর্নে স্লটের লক্ষ্য জিতে সমর্থকদের মন জয় করা।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39