সপ্তাহের প্রথম দিন টক অন ফ্যাক্টসে (Talk on Facts) আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? অবশ্যই, কর্মব্যস্ত তো বটেই, কিন্তু এখন একটু চিন্তার ভাঁজ পড়েছে কপালে। কারণ অবশ্যই বর্ষা।
তাহলে বৃষ্টি আমাদের কতদিন ভোগাবে বা কোন কোন জেলায় বৃষ্টির আধিপত্য বেশি হবে সেই ইনফর্মেশন আপনাদের সঙ্গে শেয়ার করব।
আগামী ২-৩ দিন ধরে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। বর্ষণ হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতেও। মঙ্গলবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে।
তাহলে বসন্ত (Spring) ফিরবে কবে? আশা করা যায় বুধবার থেকেই ফিরতে পারে বসন্ত। তখন না হয় এক কলি গেয়েই দেবেন— বসন্ত এসে গেছে।
Talk on Facts | চলছে বৃষ্টি, বসন্ত ফিরবে কবে?
Follow Us :