skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeখেলাEast Bengal Fc | মেসির প্রাক্তন কোচই কি লাল-হলুদের দায়িত্বে আসছেন?

East Bengal Fc | মেসির প্রাক্তন কোচই কি লাল-হলুদের দায়িত্বে আসছেন?

Follow Us :

কলকাতা: দায়িত্ব নেওয়ার পর থেকে দলকে কোনও বড় সাফল্য এনে দিতে পারেননি স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constaintine)। সম্ভবত সুপার কাপের পরই তাঁকে সরিয়ে দিতে চলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন প্রশ্ন হল, তাঁর জায়গায় কাকে আনা হচ্ছে?

ইস্টবেঙ্গলের অন্দরমহল থেকে খবর পাওয়া যাচ্ছে, কনস্ট্যানটাইনের জায়গায় আসতে চলেছেন জোসেপ গোম্বাউ (Josep Gombau)। তিনি লিওনেল (Lionel Messi) মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনার (Barcelona) জুনিয়র টিমের কোচ ছিলেন। জোসেপের জন্ম স্পেনের আমপোস্টা শহরে। খেলোয়াড়়ি জীবনে গোলরক্ষক গোম্বাউ কোচ হিসেবে দীর্ঘদিন বার্সেলোনার জুনিয়র টিমের দায়িত্ব সামলেছেন। ২০০৩-২০০৯ পর্যন্ত তিনি কাতালুনিয়ান ক্লাবের ছোটদের কোচিং করিয়েছিলেন। সেই সময়ই মেসিকে পেয়েছেন জোসেপ। খুব কাছ থেকে প্রশিক্ষণ করিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এলএমটেনকে (LM10)। আইএসএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

আরও পড়ুন:

২০১৮ সালে ওড়িশা এফসির (Odissa FC) কোচ হিসেবে ভারতে আসেন গোম্বাউ। ২০২০ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। আবার গত মরশুমে (২০২২-২০২৩) ওড়িশার দায়িত্ব নেন। স্প্যানিশ কোচের দায়িত্বে থাকাকালীন আইএসএলে ওড়িশা পরপর দু’বার আট ও ছয় নম্বরে জায়গা করে নিয়েছিল। 

সাফল্য দিতে না পারলেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কোচদের। এই ঘটনা এর আগেও বহুবার ঘটেছে ময়দানের ইতিহাসে। অতএব কনস্ট্যানটাইনকে সরানো শুধু সময়ের অপেক্ষা। তবে সুপারকাপে ইস্টবেঙ্গল এফসি তাঁর অধীনে খেলতে নামবে বলে জানা যাচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, এর মধ্যে একাধিকবার জোসেপের সঙ্গে কথা হয়েছে কর্মকর্তাদের। সব ঠিক থাকলেই পরের মরশুমে লাল-হলুদ টিমের ড্রাইভিং সিটে বসতে চলেছেন জোসেপ গোম্বাউ। 

ট্রেভর মর্গ্যান (Trevor Morgan) কোচের দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই লালা-হলুদ বাহিনী যেন ছন্নছাড়া। অ্যালেয়ান্দ্রো এসে ভাঙাচোড়া দল নিয়েই ডার্বি জেতালেও, দিতে পারেননি বড় ট্রফি। ক্লাবের অন্দরে সমস্যা তৈরি হওয়ায় তিনিও সেই হটসিট ছেড়ে দেন। সেই একই টালমাটাল পরিস্থিতি তৈরি হওয়ায় এই মরশুমেও আইএসএলে (ISL) ইস্টবেঙ্গলকে (East Bengal) টেবিলের নয় নম্বরে শেষ করতে হয়। ১৯৭৫ কিংবা ২০১৬-এর ইস্টবেঙ্গলকে ফিরে পেতে দিন গুনছেন শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | ঠাঁই হল না দলবদলুদের সংঘের চাপে, ভোট প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
লোকসভায় জোর ধাক্কা, হতোদ্যম বঙ্গ বিজেপি, প্রার্থীতালিকায় নেই চমক, সংঘের চাপে প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
Sukanta | Kanchenjunga Express | কী করে হলো দুর্ঘটনা? দায়ী কে? শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য
00:00
Video thumbnail
Mamata Banerjee | ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সুরক্ষায় নজর নেই! বিজেপিকে জোর ধাক্কা মমতার
00:00
Video thumbnail
N. Chandrababu Naidu | BJP | স্পিকার পদ বিজেপির, জোটের হাতে ডেপুটি? বিরাট ঝড়ের মুখে এনডিএ?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | Sukanta Majumder | রেল দুর্ঘটনায় পাশে দাঁড়ানোর রাজনীতি? এগিয়ে কোন দল?
00:00
Video thumbnail
Sukanta Majumder | Railway | শকুনের নজর ভাগাড়ে, বিরোধীর নজর রাজনীতিতে, রেল দুর্ঘটনায় এ কী মন্তব্য?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা বাতিল বহু ট্রেন দেখে নিন তালিকা
00:00
Video thumbnail
Kanchanjunga Express | উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল উড়ানে কি দেখা হবে মমতা-আনন্দ বোসের?
00:00
Video thumbnail
Train Accident | ১২ মাসে ৪টি ভয়াবহ দুর্ঘটনা , কতটা সুরক্ষিত রেলযাত্রা ?
00:00