জলপাইগুড়ি: গাছে বেঁধে বেধড়ক মারধরে মৃত্যু হল কংগ্রেস কর্মীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক রায়। তিনি একজন কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি মাঝে মধ্যেই প্রতিবেশীদের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়িয়ে পড়তেন। এমনকী মাঝে মধ্যেই একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলা দিতেন বলেও অভিযোগ। বুধবার রাতেও পুরনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়ান মানিক। এরপর শুরু হয় বচসা এবং হাতাহাতি। অভিযোগ, পরবর্তীতে তাঁকে গাছে বেঁধে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: শুভেন্দু-তপন বিতর্কে মুখ খুললেন স্পিকার, বললেন অনভিপ্রেত
পুলিশ সূত্রে খবর, মৃত মানিক রায়ের স্ত্রী ১১ জনের নামে ময়নাগুড়ি থানা অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি দেহ ময়নাতদন্ত করা হচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: