Saturday, July 5, 2025
Homeরাজ্যবিপ্লবের সমর্থনে গিয়ে মঞ্চে বিজেপির সুকান্তর প্রশংসা দেবের মুখে
Dev on Sukanta Majumdar

বিপ্লবের সমর্থনে গিয়ে মঞ্চে বিজেপির সুকান্তর প্রশংসা দেবের মুখে

সৌজন্যের পরিচয় দিলেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী

Follow Us :

বালুরঘাট: দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের (Biplab Mitra) সমর্থনে সভা করতে গিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব (Dev)। তিনি নিজে ঘাটালের প্রার্থী। তবু দল তাঁকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন এলাকায় প্রচারে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার বালুরঘাটের সভামঞ্চ থেকে অভিনেতা-প্রার্থী দেব বিপ্লবের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রশংসা করলেন। তিনি বললেন, বিজেপিতে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম সুকান্তদা। তিনি খুব ভালো মানুষ। এই মঞ্চ থেকেই আমি তাঁকে শুভেচ্ছা জানাই। মানুষ যাঁকে ভালোবাসবে, তিনিই ভোটে জিতবেন।

দেব মঞ্চে ওঠার পরই তুমুল বিশৃঙ্খলা শুরু হয় তৃণমূল সমর্থকদের মধ্যে। চেয়ার ছোড়াছুড়ি চলে। অনেকে ভয়ে সভা ছেড়ে চলে যান। কিন্তু দেব ভাষণ দিতে উঠতেই পরিস্থিতি বদলে্ যায়। কয়েক দিন আগেই বালুরঘাটে কালী মন্দিরে সুকান্ত এবং বিপ্লব মুখোমুখি হয়েছিলেন। কিন্তু দুজনেই দুজনকে না দেখার ভান করে চলে গিয়েছিলেন। নির্বাচনী সভায় যেখানে তৃণমূলের নেতানেত্রী, বিজেপির নেতানেত্রীদের মুখে কুকথা শোনা যাচ্ছে, যখন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপক্ষের নেতা-মন্ত্রীদের তুইতোকারি করে কথা বলছেন, তখন দেবের এই সৌজন্য সত্যিই ব্যতিক্রম।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৪৯)

দেব নিজের কেন্দ্রে প্রচারে গিয়েও বিপক্ষের প্রার্থীদের বিরুদ্ধে কোনও কটূ কথা বলছেন না। এদিন তৃণমূলের তরফে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও দলের অন্দরের খবর, দেবের এই ভূমিকায় খুশি নন খোদ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং অন্য নেতারা। অন্য একটি সভা থেকে সুকান্ত দেবের এই বক্তব্যের রেকর্ডিং শোনান জনতাকে। সুকান্তও দেবের প্রশংসা করেন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39