Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরাহুল গান্ধীর ডিএনএ পরীক্ষার দাবি জানালেন কেরলের বিধায়ক!
Rahul Gandhi

রাহুল গান্ধীর ডিএনএ পরীক্ষার দাবি জানালেন কেরলের বিধায়ক!

নেহরু পরিবারে জন্ম নেওয়া কেউ এরকম মন্তব্য করতে পারে?

Follow Us :

পালাক্কাড: লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) ফের কেরলের ওয়েনাড আসনে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। লড়াইটা মূলত কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে হলেও, দক্ষিণের রাজ্যে রাহুল তথা কংগ্রেসের লড়াই দাঁড়িয়েছে বামেদের বিরুদ্ধে। সেই লড়াইয়ের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেরলের শাসকদল লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট সমর্থিত নির্দল বিধায়ক পিভি আনোয়ার (PV Anwar)। রাহুলকে ‘নিচু স্তরের নাগরিক’ দিলেন, এমনকী তাঁকে ডিএনএ পরীক্ষার পরামর্শ দিলেন।

পালাক্কাডে এক নির্বাচনী জনসভায় নীলাম্বুর বিধানসভার বিধায়ক বললেন, “আমি ওয়েনাডের যা রাহুল গান্ধীর কেন্দ্রের অংশ। আমি তাঁকে গান্ধী পদবিতে সম্ভাষণ করতে পারছি না। তিনি নিচু স্তরের নাগরিকে পরিণত হয়েছেন যিনি গান্ধী পদবির যোগ্য নন। এটা আমি বলছি না, গত দু’দিন ধরে ভারতের মানুষ বলছে।”

আরও পড়ুন: হেফাজতের মেয়াদ বাড়ল কেজরিওয়াল, কবিতার

বাম সমর্থিত নির্দল বিধায়কের এই প্রতিক্রিয়ার কারণ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayan) নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে। ওই রাজ্যে সম্প্রতি এক জনসভায় কংগ্রেস নেতা জানতে চান, নানাবিধ দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থারা কেন বিজয়নকে জিজ্ঞাসাবাদ করছে না বা গ্রেফতার করছে না।

এই মন্তব্যেই চটেছেন আনোয়ার। তিনি বলেন, “নেহরু পরিবারে এমন সদস্য হতে পারে? নেহরু পরিবারে জন্ম নেওয়া কেউ এরকম মন্তব্য করতে পারে? আমার মতে রাহুল গান্ধীর ডিএনএ পরীক্ষা করানো দরকার। জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) নাতি হিসেবে রাহুলের বড় হওয়ার অধিকার নেই। বিষয়গুলো এমন পর্যায়ে পৌঁছেছে, আমাদের ভাবা উচিত রাহুল গান্ধী আদতে  নরেন্দ্র মোদির এজেন্ট কি না।”

এই সব শুনে চুপ থাকেনি কেরলের কংগ্রেস নেতৃত্ব। দলের কার্যকরী সভাপতি এম এম হাসান জানিয়েছেন, আনোয়ারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। সেই সঙ্গে কুৎসিত ভাষায় নেহরু পরিবার এবং রাহুল গান্ধীকে অপমান করার জন্য পুলিশের কাছে দ্রুত মামলা করার দাবি জানানো হয়েছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular