নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং কে কবিতার (K Kavitha) আইনি হেফাজতের মেয়াদ বাড়ল। আবগারি দুর্নীতি মামলায় দুজনের হেফাজতের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়িয়েছে দিল্লির আদালত। গোয়ার নির্বাচনে তহবিল ব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত আম আদমি পার্টির (Aam Admi Party) নেতা চানপ্রীত সিংয়ের আইনি হেফাজতের মেয়াদও ৭ মে পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার আগের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আপ সুপ্রিমো কেজরিওয়াল এবং এবং ভারত রাষ্ট্র সমিতির (BRS) নেত্রী কবিতাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইডি ও সিবিআইয়ের বিশেষ বিচারক কাবেরী বাওয়েজার সামনে হাজির করানো হয়।
আরও পড়ুন: ১৩২ জনকে পদ্ম পুরস্কার দিলেন রাষ্ট্রপতি মুর্মু
গতকালই আদালতের কাছে কেজরিওয়াল আবেদন করেছিলেন যাতে, তাঁর পারিবারিক চিকিৎসক রোজ তাঁকে দেখে যেতে পারেন। কিন্তু আদালত সেই দাবি নাকচ করে দেয়। বরং কেজরির শরীরে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন সত্যিই প্রয়োজন কিনা তা দেখতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সকে (AIIMS) নির্দেশ দেওয়া হয়। আপ নেতার অন্যান্য শারীরিক অসুস্থতাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিল্লি হাইকোর্ট সুরক্ষা কবচ দিতে অস্বীকার করার পর গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অন্যদিকে গত ১৫ মার্চ কে কবিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দেখুন অন্য খবর: