
বছরের শুরুতেই শুভ মহরৎ হয়ে গেল বাংলা ছবি ‘কুলের আচার’ এর। এই মহরতে হাজির ছিলেন ছবির অভিনেতা থেকে কলাকুশলীদের সকলেই। এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে।
সমাজে মহিলারা এখন স্বামীর মতোই রোজগেরে, তবে এখনও মেয়েদের ভাত কাপড়ের ভার নাকি পুরুষের কাঁধে, তেমনই বিয়ের পর মেয়েরাই কেবল পদবী বদলায় , ছেলেরা নয়, হঠাৎ করে যদি কোন ছেলেকে বিয়ের পর পদবী বদলাতে হয় তাহলে সব ঘেটে যাবে । এমনই হচ্ছে প্রিতম ওরফে বিক্রম এর । রায় না সেন তার সব গুলিয়ে একাকার।এই অভিনব বিষয়কে নিয়ে ছবি করতে চলেছে ,পরিচালক সুদীপ দাস। প্রথম বার বিক্রম ও মধুমিতার জুটি আসছে ‘কুলের আচার ‘ ছবিতে।
মুলত একটি মেয়ে যে বিয়ের পর তাঁর পদবী বদলাতে আগ্রহী নয়, এই জায়গা থেকেই শুরু হবে গল্প। এই ছবিতে মধুমিতার শ্বশুর, শাশুড়ি চরিত্রে দেখা যাবে ইন্দ্রনী হালদার ও নীল মুখোপাধ্যায়। প্রসঙ্গত সিরিয়াল শেষ হতেই ইন্দ্রানী হালদার বড় পর্দায় আসছেন বহুদিন পর। শীতের আবহে মিঠে রোদ মেখে কুলের আচার তৈরিতে ব্যস্ত হয়ে পড়বেন পরিচালক ও অভিনেতারা।