Monday, July 7, 2025
HomeদেশAlligator Gar Fish: ভোপালের পুকুরে আমেরিকার ভয়ানক দর্শন মাছ, কোথা থেকে আসল...

Alligator Gar Fish: ভোপালের পুকুরে আমেরিকার ভয়ানক দর্শন মাছ, কোথা থেকে আসল জানা নেই!

Follow Us :

ভোপাল: কুমিরের মতো চোয়াল (Jaw), আর মানুষকে আক্রমণ করার মতো গায়ে শক্তি। অ্যালিগেটর গার (Alligator Gar)। এর দেখা মেলে মার্কিন মুলুকে। কিন্ত, উত্তর আমেরিকার (United States of America – USA) এক ভয়ানক দর্শন মাছ ভারতে। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের (Bhopal, Madhya Pradesh) এক বড় পুকুর (Large Pond) থেকে উদ্ধার হয়েছে এই ভয়ানক মাছ। জেলেরা দেখে হতবাক। যে পুকুর থেকে এই মাছ পাওয়া গিয়েছে, সেখানে কোনওদিন এই ধরনের মাঠ জালে ওঠা তো দূরে থাক, কোনও দিন কেউ চোখেও দেখেননি। হঠাৎ করেই ছিপে উঠেছে এই মাছ। আর তারপর থেকে গোটা রাজ্যে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে মার্কিন মুলুকের অ্যালিগেটর গার। গোটা দেশেই এই খবর ছড়িয়ে পড়েছে। ইন্টারনেট মাধ্যমেও চলছে জোর আলোচনা। কারণ, এদেশে এই ধরনের মাছের দেখা মেলে না। স্বাভাবিকভাবেই লোকজন চিন্তাভাবনা করছেন, কোথা থেকে এলো এই অ্যালিগেটর গার মাছ।

আরও পড়ুন: Summer Wedding Outfit | এই কাঠফাটা  গরমে বিয়ের অনুষ্ঠান? রইল ফ্যাশন টিপস    

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের খানু গ্রামের একটি পুকুরে ছিপ ফেলেছিলেন কিছু যুবক। সেই সময় কুমিরের মতো চোয়ালওয়ালা এই মাছ কাঁটায় আটকে যায়। তারপর তাকে যখন তোলা হয়, তখন সবাই রীতিমতো চমকে ওঠেন। এরপর যুবকরা পুকুরে ফের মাছটিকে আবার ছেড়ে না দিয়ে, তাকে বাড়িতে নিয়ে গিয়ে রাখে। আশপাশের গ্রাম থেকেও এই অদ্ভূতদর্শন মাছকে দেখতে অনস খান নামে এক যুবকের বাড়িতে ভিড় জম্মাচ্ছেন লোকজন। এই মাছ ভোপালে কোথা থেকে এলো, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন (Local Administration)।  

অ্যালিগেটর গার মানুষের জন্য বিপজ্জনক (Dangerous) হতে পারে। কুমিরে মতো চোয়ালের পাশাপাশি গায়েও ভীষণ জোর থাকে এই ধরনের মাছের প্রজাতির। মূলত মিঠে জলের (Fresh Water) মাছ হলেও, আমেরিকায় সমুদ্র এবং মিঠে জল, উভয় জায়গাতেই এই ধরনের মাছের দেখা মেলে। অ্যালিগেটর গার ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং মানুষও মেরে ফেলতে পারে। আমেরিকায় যেসব অঞ্চলে এই ধরনের মাছের দেখা মেলে, সেখানে মানুষ সাধারণত যায় না। 

ভোপাল যে মাছটিকে তুলেছে জেলেরা, সেটির ওজন আড়াই কিলো এবং দেড় ফুট লম্বা। একে আবার ক্রোকোডাইল ফিশও (Crocodile Fish) বলা হয় অনেক সময়। যাঁরা জানেন না, তাঁদের জন্য বলে রাখা, ভারতের কেরলে (Kerala) এই ধরনের মাছ চাষ করা হয়। অ্যালিগেটর গার মাছের ৫ ইঞ্চির বাচ্চার দাম ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39