অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের আতঙ্ক কাটিয়ে উঠতে পারল না টিম ইন্ডিয়া। পার্থে দাপটের সঙ্গে লাল বল টেস্ট জিতেছিল বুমরার দল, কিন্তু অ্যাডিলেডে ফের ছন্দহীন রোহিত শর্মার দল। ইনিংসে হার বাঁচাতে পারলেও, ১০ উইকেটে হারের লজ্জা এড়াতে পারলেন না রোহিত। রবিবার সকালেই শেষ হয়ে গেল বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে জিতে আপাতত সিরিজে সমতা ফিরল। কিন্তু সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা আরেকটু কঠিন হয়ে দাঁড়াল টিম ইন্ডিয়ার কাছে। সমীকরণ বলছে, এই সিরিজের বাকি তিনটি টেস্ট জিতে সিরিজ জিততে পারলেই হয়তো বিশ্বজয়ের সুযোগ পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে সেই কাজ যে সহজ হবে না, তা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন অজি বোলাররা।
আরও পড়ুন: স্লেজিংয়ের জবাবে সিরাজকে কী বলেছিলেন ট্র্যাভিস হেড?
দ্বিতীয় দিনের শেষেই ভারতের হার কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। ইনিংসে হার বাঁচাতে ভারতের দরকার ছিল ২৯ রান। সেই রান করে দিয়ে নিতীশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের ধারা দ্বিতীয় ইনিংসেও বজায় রেখেছিল ভারত। ১৮০-র পর এই ইনিংসে ১৭৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এদিকে অস্ট্রেলিয়া ৩৩৭ রান করে প্রথম ইনিংসে। তাই এই ম্যাচ জিততে তাঁদের দরকার ছিল মাত্র ১৯ রানের। কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় অজিরা। কিন্তু এই হারের কী শুধুই ‘গোলাপি আতঙ্ক’, নাকি ভারতীয় দলের ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স? কারণ, যে পিচে অজি ব্যাটাররা দাপুটে ব্যাটিং করলেন, সেই একই পিচে পরপর দুই ইনিংসে মুখ থুবড়ে পড়ল ভারত। এখন এইসব প্রশ্নের উত্তর খুঁজছে টিম ইন্ডিয়া। আসন্ন ব্রিসবেন টেস্টে হয়তো সব দুর্বলতা কাটিয়েই মাঠে নামবেন রোহিত শর্মা।
দেখুন আরও খবর: