কলকাতা: ফের উত্তপ্ত আরজি করের (RG Kar Medical College) ক্যাম্পাস চত্বর। বৃহস্পতিবার রাতে হাসপাতালের মর্গের ভিতর গোলমাল হয় তিন ডোমের মধ্যে। অভিযোগ সন্তোষ মল্লিক নামে এক ডোম মদ নিয়ে মর্গের ভিতরে আসেন। তার দুই সহকর্মী শম্ভু মল্লিক ও গৌতম মল্লিকের সঙ্গে বসে মদ্যপান করেন।
মদ্যপ অবস্থায় সন্তোষ মল্লিক মর্গের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর মত্ত অবস্থায় মর্গের কম্পিউটার ভাঙচুর করেন। অনেক চেঁচামেচি করলেও সাড়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসেন সিআইএসএফের দুই জওয়ান। শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় অভিযুক্ত তিন ব্যক্তিকে।
আরও পড়ুন: সাইরেনের শব্দে কেঁপে উঠছে ইজরায়েলের আকাশ!
খবর পেয়ে ঘটনাস্থলে আসে টালা থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ। আরজি করের কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেননি।
দেখুন আরও খবর: