কাঁকসা: আরজি করের ঘটনার প্রতিবাদে ও স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে বাধা দেওয়ার প্রতিবাদে কাঁকসা থানা ঘেরাও বিজেপির (BJP Thana Gherao)। আরজি করের (RG Kar Incident Protest) ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এদিন গলসি ৬ নম্বর মন্ডলের পক্ষ থেকে কাঁকসা হাটতলা থেকে মিছিল করে এসে কাঁকসা থানার সামনে বিক্ষোভে বসেন বিজেপি কর্মী সমর্থকরা।বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর এদিন কাঁকসা থানার আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গলসি ৬নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস,বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,বিজেপি নেতা রবি ওঝা,পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা।
অন্য খবর দেখুন