কলকাতা: বিশ্বে এমন অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়, যা নিয়ে ভাবতে গেলে আমরা ভাবনার অতল সমুদ্রে তলিয়ে যাব। কিন্তু পৃথিবীর দীর্ঘতম গবেষণা কী নিয়ে হচ্ছে জানেন? তথ্য বলছে যে, পৃথিবীতে সবথেকে বেশি সময় ধরে যে গবেষণা চলছে, সেটি হল, ‘পিচ ড্রপ এক্সপেরিমেন্ট’। এই গবেষণা প্রায় ১০০ বছর ধরে চলছে। এই পরীক্ষা শুরু হয়েছিল ১৯২৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে। অস্ট্রেলিয়ান পদার্থবিদ থমাস পারনেল পৃথিবীর সবচেয়ে ঘন তরল পদার্থ পিচ-এর প্রবাহের গতি নির্ধারণের উদ্দেশ্যে এই গবেষণা শুরু করেন। এর জন্য প্রথমে পিচকে গরম করে সেটিকে একটি মুখবন্ধ গ্লাস ফানেলে ঢালেন। এরপর তিনি পিচকে জমাট বাঁধানোর জন্য তিন বছর অপেক্ষা করেন। ১৯৩০ সালে তিনি ফানেলের সিল খুলে ফের অপেক্ষা করতে শুরু করেন। সেই অপেক্ষা এখনও শেষ হয়নি।
আরও পড়ুন: আসছে মহা-বিপর্যয়! তলিয়ে যাবে কলকাতার মতো শহর, কবে?
কিন্তু কেন এখনও এই গবেষণা শেষ হয়নি? এই বিষয়ে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, পরীক্ষাটি মূলত একটি প্রদর্শনী হিসেবে শুরু হয়েছিল। সেই কারণে এটি কোনও বিশেষ তাপমাত্রা বা পরিবেশগত নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়নি। বরং এটি একটি ডিসপ্লে ক্যাবিনেটে রাখা হয়। সেই কারণে পিচের প্রবাহের হার তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। বিজ্ঞানী পারনেলের মৃত্যুর পর ১৯৬১ সালে প্রফেসর জন মেইনস্টোন পরীক্ষার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৫২ বছর ধরে এটি চালিয়ে যান। এই পরীক্ষা থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, পিচের সান্দ্রতা জলের চেয়ে প্রায় ১০০ বিলিয়ন গুণ বেশি। এটি প্রমাণ করে যে, পিচ দেখতে কঠিন মনে হলেও এটি আসলে একটি অত্যন্ত ধীর গতির তরল। তবে ফলাফল হাতে এলেও এই গবেষণা আজও শেষ হয়নি। বিজ্ঞানীদের মতে, আরও এক শতাব্দী ধরে একইভাবে এই গবেষণামূলক পরীক্ষা চলতে পারে।
দেখুন আরও খবর: