কলকাতা: তাপে দগ্ধ বঙ্গ। তীব্র তাপপ্রবাহে ( Harvey Heat Wave) জ্বলছে দক্ষিণবঙ্গ (South Bengal Heat Wave)। বাদ যাচ্ছে না উত্তর। সকাল ৮টার পর থেকে শুরু ঠাঠা রোদ। রোদের তাপে গায়ে জ্বালা ধরছে। বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে বাংলা। এখনই সুখবর শোনালো না হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণের সব জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবারই রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে তাপমাত্রার পারদের বড় একটা হেরফের হচ্ছে না। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরবেন না।

ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এপ্রিল মাস শেষ হতে এল। কিন্ত কালবৈশাখীর দেখা নেই। হু হু করে চড়ছে পারদ। শনিবার ফের কলকাতার পারদ ৪১ ডিগ্রির ঘরে ছিল। কলকাতার (Kolkata Heat Wave) পার্শ্ববর্তী এলাকাগুলিতেও একই অবস্থা।হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। মে মাসের শুরুতেও চলবে তাপপ্রবাহের স্পেল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করে হাওয়া অফিস। ৭ জেলায়- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের সতর্কতার। লু বইতে পারে। আগামী মঙ্গলবার পাঁশকুড়ার তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু-এর পরিস্থিতি তৈরি হবে। বৃহস্পতিবার পর্যন্ত শহরে তাপমাত্রার পারদ দিনের বেলায় টানা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

আরও পড়ুন : কলকাতায় আক্রান্ত বিজেপি নেত্রী, ফাটল মাথা

দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরের কিছু জেলাতেও তাপমাত্রার তাপপ্রবাহের রক্তচক্ষু। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে, গরম ও অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। তবে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে যদিও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেখুন ভিডিও 

YouTube player