Monday, July 7, 2025
HomeScrollব্রিকস সম্মেলনে নেই শি ও পুতিন, জোর জল্পনা আন্তর্জাতিক মহলে
BRICS

ব্রিকস সম্মেলনে নেই শি ও পুতিন, জোর জল্পনা আন্তর্জাতিক মহলে

শি-পুতিনের অনুপস্থিতি ব্রিকসের গুরুত্বকে কি ক্ষুণ্ণ করবে? উঠছে প্রশ্ন

Follow Us :

ওয়েব ডেস্ক : ব্রাজিলে (Brazil) শুরু হয়েছে ব্রিকস (BRICS) সম্মেলন। তাতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), কিন্তু নজরে দুই প্রভাবশালী রাষ্ট্রনেতার অনুপস্থিতি। তাঁরা হলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। অবশ্য পুতিনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেওয়ার কথা থাকলেও, অনুপস্থিত থাকবেন চিনের প্রেসিডেন্ট। যা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

শি জিনপিং (Xi Jinping)-এর উপস্থিতি নিয়ে চিন জানিয়েছে, ব্যস্ত সময়সূচির কারণে তিনি ব্রিকস (BRICS) সম্মেলনে যেতে পারবেন না। সেই কারণে সেখানে প্রতিনিধি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী লি কিয়াং। ১২ বছরে এই প্রথম, ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকবেন না চিনের প্রেসিডেন্ট। শি জিনপিং-এর ব্রিকস সম্মলনে যোগ না দেওয়ার পিছনে চিনের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও খবর : 

প্রসঙ্গত, চিনের প্রেডেন্টের উপস্থিতি বিভিন্ন আন্তর্জাতিক মহলে অনেকটাই কমে গিয়েছে। তার কারণ অভ্যন্তরীণ ঘরোয়া রাজনীতি বলে মনে করছেন অনেকে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের (Putin) বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। ফলে ব্রাজিলে পা রাখলে গ্রেফতার হতে পারেন তিনি। সেই কারণে সশরীরে অংশ না নিয়ে কনফারেন্সিংয়ের মাধ্যমে পুতিন ব্রিকস সম্মেলনে অংশ নেবেন বলে খবর। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই শক্তিধর দেশের প্রেসিডেন্ট এই সম্মেলনে না থাকার কারণে, ব্রিকসের গতিপথ প্রভাবিত হতে পারে।

২০০৯ সালে গঠিত হয়েছিল ব্রিকস (BRICS)। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। এর নতুন সদস্যা হল সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। অন্যদিকে আর ২০২৫-এর ব্রিকস সম্মেলনে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দেখুন অন্য খবর :

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39