Saturday, July 5, 2025
HomeScrollজল জমে থাকার কারণে স্কুল গেটে তালা বাসিন্দাদের
Nadia Incident

জল জমে থাকার কারণে স্কুল গেটে তালা বাসিন্দাদের

স্কুল বন্ধ অনির্দিষ্টকালের জন্য

Follow Us :

নদিয়া: নদিয়া (Nadia) জেলার চাপড়া থানার হুদা বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে খেলার মাঠে জল জমে থাকার কারণে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাঁরা স্কুলের (School) গেটে তালা ঝুলিয়ে দিলেন। যে কারণে স্কুল বন্ধ অনির্দিষ্টকালের জন্য। পড়ুয়ারা স্কুলে এসে ফিরে যান।

স্থানীয়দের বক্তব্য, স্কুলের সামনে খেলার মাঠে দীর্ঘদিন ধরে জল জমে থাকে। আর সেই জল জমার কারণেই এবার তাঁরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন। তাঁদের দাবি, অবিলম্বে খেলার মাঠে জল নিকাশি ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে তাঁরা এর আগেও জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি। তাই এবার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। স্কুলের বেশ কিছু ছাত্র জানান ওই জলের মাঝখানে হাঁটতে গিয়ে তাদের পায়ে ইনফেকশন হয়। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন চাপড়া থানার পুলিশ।

আরও পড়ুন: গাজা আমাদের, প্রাণ বিপন্ন হলেও যাব, বললেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39