বীরভূম: শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। এর জেরে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। ঠিক তেমনই ছবি ধরা পড়ল বীরভূমে। জলের তলায় বীরভূমের বিস্তীর্ণ অংশ। বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাই নদী। পরিস্থিতি এমনই যে, গত কয়েক দিন আগে পর্যন্তও শীর্ণ খাত ধরে বয়ে চলা কোপাই শনিবার থেকে গোয়ালপাড়া সেতুর উপর দিয়ে বইছে। জলমগ্ন কঙ্কালীতলার শক্তিপীঠ মন্দিরও। পরিস্থিতি স্বাভাবিক না হলে পুজো সংক্রান্ত দৈনন্দিন কাজ আপাতত স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা বীরভূম জেলাবাসীর। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি বীরভূমেও ব্যাপক বৃষ্টিপাত হয়। ক্রমাগত বৃষ্টিপাতের জেরে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় সাত হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সোমবার। এর জেরে জেলার গ্রামগুলিতে জল ঢুকে পড়েছে। নদী সংলগ্ন ফসলের জমিগুলি প্লাবিত হওয়ায় কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। শান্তিনিকেতন থেকে কসবা হয়ে পাড়ুই যাওয়ার জন্য এই গোয়ালপাড়া সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওই অঞ্চলের বাসিন্দারা এই সেতুটির উপর নির্ভর করেই বোলপুরে যাতায়াত করেন। গত মাসেও এক বার ভারী বৃষ্টির জেরে সেতুটি জলের তলায় চলে গিয়েছিল।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ার অ্যালমুনিয়াম কারখানায়
অন্যদিকে, কোপাইয়ের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাঁটুসমান জলে ডুবেছে কঙ্কালীতলা মন্দির সংলগ্ন এলাকা। মন্দিরে জল থাকায় আপাতত পুজো বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জল বের করার চেষ্টা করা হচ্ছে। কোপাই নদীর জল না কমলে মন্দিরের জলও বের করা যাবে না বলে মনে করছে প্রশাসন।
দেখুন আরও অন্যান্য খবর: