পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ: শনিবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল। পূর্ব বর্ধমানের কাটোয়ায় কাশীরাম দাস বিদ্যালয় এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ জয়কৃষ্ণপুরে এবিএস বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী।
কাটোয়ার স্কুলে সিট পড়েছিল ডিডিসি বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের। সূত্রের খবর, পরীক্ষা শুরুর ঘন্টাখানেক পরেই নন্দিনী খাতুন নামে এক ছাত্রীর শ্বাসকষ্ট দেখা দেয়। বিষয়টি পরীক্ষকের নজরে এলে তিনি প্রধান শিক্ষককে জানান। তড়িঘড়ি ওই ছাত্রীকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সুস্থবোধ করায় হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: একই দিনে হাওড়ার দুই জায়গায় অগ্নিকান্ড
অন্যদিকে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সামশেরগঞ্জের ভাসাইপাইকর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পরে শামিমা সুলতানা অসুস্থ হয়ে পরে। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা লেখার পরেই অসুস্থ হয় শামিমা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তার অভিভাবকেরা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় সামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে।
আরও অন্য খবর দেখুন