skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsPegasus: প্রিয়ঙ্কা গান্ধীর ফোনে আড়ি পেতে ছিল পেগাসাস, দাবি ইজরায়েলি সংবাদ পত্র...

Pegasus: প্রিয়ঙ্কা গান্ধীর ফোনে আড়ি পেতে ছিল পেগাসাস, দাবি ইজরায়েলি সংবাদ পত্র হারেৎজের

Follow Us :

নয়াদিল্লি: শুধু রাহুল গান্ধী (Rahul Gandhi) নন, তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ফোনেও আড়িপাতা হয়েছিল৷ স্পাইওয়্যার পেগাসাস (Pegasus) নির্মাণকারী দেশ ইজরায়েলের সংবাদ পত্র হারেৎজ (Haaretz) এমনটাই দাবি করেছে৷ ফোন হ্যাকিংয়ের নামের তালিকায় প্রিয়ঙ্কার নাম রয়েছে তাদের প্রকাশিত খবরে৷ যা নিয়ে উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জোর চর্চা শুরু হয়েছে৷

ভারতের বহু মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিকের ফোন হ্যাক করে ইজরায়েলি সংস্থার স্পাইওয়্যার পেগাসাস৷ ফোন হ্যাকিংয়ের তালিকায় রয়েছেন বহু ব্যবসায়ী, সরকারি আধিকারিক, বিজ্ঞানী এবং সমাজকর্মী। বেশির ভাগ হ্যাক করা হয়েছে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে৷ দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট এবং দ্য ওয়্যারের মতো দেশি-বিদেশি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করে৷ সংসদের বাদল অধিবেশন শুরুর আগে এই খবর প্রকাশ হয়৷ যদিও নরেন্দ্র মোদি সরকার হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছে৷ জানিয়েছে, অভিযোগের কোনও ভিত্তি নেই৷

আরও পড়ুন: পেগাসাস কেলেঙ্কারি: সাংবাদিক, মন্ত্রীদের ফোন ট্যাপিংয়ের অভিযোগ খারিজ করল মোদি সরকার

দু’বছর আগেও স্পাইওয়্যার দিয়ে তথ্য হাতানোর অভিযোগ উঠে ছিল৷ প্রশ্ন হল, পেগাসাস কী? কী ভাবে এর মাধ্যমে ফোনে হ্যাকিং হয়? কেনই বা পেগাসাসকে ‘সবচেয়ে আধুনিক’ হ্যাকিং টুল বলা হয়? তাহলে কি সাধারন মানুষের গোপনীয়তা সুরক্ষিত নয়?

পেগাসাস স্পাইওয়্যার কী?

একটি হ্যাকিং সফটওয়্যার৷ ইজরায়েলের সংস্থা এনএসও গ্রুপ তৈরি করে৷ অর্থের বিনিময়ে এই সফটওয়্যার বিভিন্ন দেশের সরকারকে ব্যবহারের লাইসেন্স দেয়৷ বিশেষজ্ঞরা একে সাইবার অস্ত্র বলে থাকে৷ ২০১৬ সালে প্রথম পেগাসাসের কথা জানা যায়৷ আরবের এক সমাজকর্মী ফোনে সন্দেহজনক মেসেজ পান৷ প্রথমে মনে করা হয়, আইফোন ব্যবহারকারীদের টার্গেট করছে পেগাসাস৷ কিন্তু এই ভুল ভাঙে পরের বছর৷ বিশেষজ্ঞরা জানান, অ্যানড্রোয়েড ফোনও হ্যাক করতে পারে পেগাসাস৷ ২০১৯ সালে এনএসও গ্রুপের বিরুদ্ধে কেস করে ফেসবুক৷ তার পরই জানতে পারা যায়, পেগাসাস ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের বহু সাংবাদিক ও সমাজকর্মীর ফোনে আড়ি পাতা হয়েছে৷

কীভাবে হ্যাকিং হয়?

যাঁর ফোন হ্যাকিং হবে সেই ফোনে একটি ওয়েবসাইট লিঙ্ক পাঠানো হয়৷ লিঙ্কে একবার ক্লিক করলেই পেগাসাস ফোনে ইনস্টল হয়ে যাবে৷ শুরু হয়ে যায় ফোনে নজরদারি৷ হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ অথবা মিসড কলের মাধ্যমেও সফটওয়্যারটি ফোনে ইনস্টল হয়ে যেতে পারে৷ ইনস্টল হওয়ার পর কল লগ থেকে মুছে দেয় সফটওয়্যারটি৷ ফলে ব্যবহারকারী জানতেও পারেন না কোন নম্বর থেকে মিসড কল এসেছিল৷ এর পর ব্যবহারকারী কার সঙ্গে কথা বলছেন, কী মেসেজ আসছে, ফোনের মাইক্রোফোন, ক্যামেরা সব নিয়ন্ত্রণ করে পেগাসাস৷ এমনকী এনক্রিপটেড হোয়াটসঅ্যাপ মেসেজের তথ্য পড়ে ফেলতে পারে পেগাসাস৷

কোনও কম্পিউটার বা ফোন হ্যাক-প্রুফ নয়৷ ফোনে আড়ি পাতার জন্য অনেক টুল ব্যবহার করা হয়৷ কিন্তু পেগাসাস স্পাইওয়্যারের মতো সবথেকে আধুনিক ফোন হ্যাকিং টুল সম্ভবত আর দ্বিতীয়টি নেই৷ নিঃশব্দে কাজ করে পেগাসাস৷ ব্যবহারকারী জানতেও পারেন না তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে৷ তবে এই টুল ব্যবহার করে সবার ফোনে আড়ি পাতা সম্ভব নয়৷ কারণ, এই স্পাইওয়্যারটি কিনতেই লাখ লাখ টাকা খরচ হয়৷ সরকার বা বড় কোনও সংস্থা ছাড়া পেগাসাস কেনা সম্ভব নয়৷

আরও পড়ুন: পেগাসাস দিয়ে মোবাইলে আড়ি, তালিকায় চল্লিশজন সাংবাদিক, তিন বিরোধী নেতানেত্রী, সুপ্রিম কোর্টের এক বিচারপতি

এনএসও গ্রুপ বরাবর দাবি করে এসেছে, সরকারি বরাত ছাড়া তারা কারও ফোনে আড়ি পাতে না৷ এর অপব্যবহারের জন্য সংস্থা দায়ী নয়৷ পেগাসাসের খবর সামনে আসার পর নাগরিকদের গোপনীয়তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে৷ তার প্রেক্ষিতে বলা যেতে পারে, সরকারের বিভিন্ন নীতি বা কাজের সমালোচনা করছেন এমন ব্যক্তিদের ফোনকেই টার্গেট করা হয়৷ ভারতের ৩০০ জনের ফোনে আড়ি পাতা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে৷ যাদের মধ্যে আছেন সাংবাদিক, বিরোধী নেতা, মন্ত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী, বিচারপতি প্রমুখ৷ সুতরাং কারও যদি মনে হয় সরকার বা কোনও প্রভাবশালী সংস্থার আপনার ওপর নজরদারি চালানোর কারণ নেই, সেক্ষেত্রে এ নিয়ে চিন্তিত হওয়ারও কারণ নেই৷

 

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ভারত আমার ভারতবর্ষ (Bharat Amar Bharat Barsho) | বাঙালি যখন ব্যবসায়ী - সুরেন রায়, কিরণ রায়
00:00
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
00:00
Video thumbnail
Ration Scam | আবার রেশন দুর্নীতি! এবার আটা, দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Suvendu Adhikari | ভোট পরবর্তী হিংসার পরে প্রশাসনিক ভবন দখলের অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী!
02:18
Video thumbnail
Weather Update | পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি ফের জল বাড়ছে তিস্তায়
05:04
Video thumbnail
Kaustuv Ray | পিছিয়ে গেল রায়দানের তারিখ , বিচারব্যবস্থায় আস্থা আছে জানালেন কৌস্তুভ রায়
11:54:56
Video thumbnail
Narendra Modi | মোদির সঙ্গে রিল বানালেন মেলোনি, ভাইরাল ভিডিও দেখুন
10:06:52
Video thumbnail
Sharad Pawar | Narendra Modi | মোদিকে ধন্যবাদ শরদ পওয়ারের ! কী চলছে মহারাষ্ট্রে?
11:55:00
Video thumbnail
BJP | শুভেন্দুকে ছাড়াই প্রার্থী নির্বাচন বিজেপির?
11:40:17
Video thumbnail
Dooars | Weather Update | একটানা বৃষ্টিতে জলস্ফীতি ডুয়ার্সের একাধিক নদীতে
01:09