আগামী জুলাই মাসে ‘হিরোপন্তি ২’ শুটিংয়ের জন্য রাশিয়া পাড়ি দেবেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ছবির বড় অংশের অ্যাকশন দৃশ্য এবং গানের শুটিং রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গে করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সেখানকার কয়েকজন স্টান্ট ডিজাইনার ছবির সঙ্গে কাজ করবেন। এর মধ্যে অন্যতম হলো ‘স্কাইফল’ খ্যাত মার্টিন ইভানো। ‘হিরোপন্তি টু’ সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই সিনেমা পরিচালনা করছেন আহমেদ খান।
Html code here! Replace this with any non empty text and that's it.