skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeCurrent NewsBankura ZP Meeting: বাঁকুড়ায় এবার উন্নয়ন প্রকল্পের ফাইল আটকে রাখার কাঠগড়ায় জেলাশাসক

Bankura ZP Meeting: বাঁকুড়ায় এবার উন্নয়ন প্রকল্পের ফাইল আটকে রাখার কাঠগড়ায় জেলাশাসক

Follow Us :

বাঁকুড়া: দিন কয়েক আগে বাঁকুড়ার জেলাশাসক ও সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকের বিরুদ্ধে সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট পড়েছিল। এবার জেলা পরিষদের অভ্যন্তরীণ বৈঠকে ফাইল আটকে রাখার অভিযোগ উঠল জেলাশাসকের বিরুদ্ধে। এর ফলে জেলার উন্নয়নকাজ পিছিয়ে যাচ্ছে বলে দাবি জেলা পরিষদের পদাধিকারীদের। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলাশাসকের।

দিন কয়েক আগে লিফলেট পড়াকে ঘিরে জোর চর্চা এখনও থেমে নেই বাঁকুড়ায়। বুধবার বিকেল ৪টেয় জেলা পরিষদে প্রকল্পের গতিপ্রকৃতি ও আগামী দিনের পরিকল্পনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন পদাধিকারীরা। বৈঠকের ভিডিও সামনে আসে। সেই বৈঠকে বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ও সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল জেলার উন্নয়নমূলক কাজে জেলাশাসকের ভূমিকার কড়া সমালোচনা করেন।

আরও পড়ুন: Hanskhali Rape: হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধানুষ্ঠান হল না, পুরোহিতও এল না ভয়ে?

বৈঠকে ইঞ্জিনিয়ারিং দফতরের কাজের সমালোচনা করতেও শোনা গিয়েছে। দুই পদাধিকারিক জেলাশাসকের কাছে দীর্ঘ সময় ফাইল পড়ে থাকার বিষয় নিয়ে সরব হন। সভাধিপতি বলেন,  জেলার অবস্থা খুব খারাপ। যে কোনও প্রকল্পের ক্ষেত্রে জেলাশাসকের কাছে ফাইল পাঠালে, তা তিন চার মাস পড়ে থাকছে। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই পাঁচ বছরে জেলা পরিষদ কী কাজ করল, তার কী উত্তর দেওয়া হবে?  তাঁর দাবি, এবার আর ফাইল যাবে না জেলাশাসকের কাছে। ফাইল যাবে অতিরিক্ত জেলাশাসকের কাছে। কোনও অফিসার কাজ না-করতে চাইলে, কাজে অবহেলা করলে, সেই অফিসারের বিরুদ্ধে রাজ্যে রিপোর্ট করবেন জেলা সভাধিপতি।

জেলা পরিষদের বৈঠক

বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার অভিযোগ, জেলাশাসক বিরোধীদের ডাকেন না, পাত্তাও দেন না।

RELATED ARTICLES

Most Popular