সমস্ত বন্ধন কাটিয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা গতকাল চলে গেছেন তারাদের দেশে। দীর্ঘ অপেক্ষায় এবং উৎকণ্ঠার অবসান। শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁর কাছের মানুষরা। ভালোবাসার নতুন ইতিহাস তৈরি করে দিয়েছেন ঐন্দ্রিলা-প্রেমিক সব্যসাচী চৌধুরী।
আরো পড়ুন: Mannat Diomond Name Plate: হিরে দিয়ে নেমপ্লেট বলিউড বাদশার ‘মন্নত’
লড়াইটা ছিল অনেক বড়। বেশ কয়েকবার ২৪ বছরের ঐন্দ্রিলা, সেই লড়াইতে জয়ী হয়েছিলেন। মারন রোগকেও হারিয়ে দিয়েছিলেন তিনি। শেষ অবধি তাঁকে আবার হাসপাতলে ভর্তি হতে হয়েছিল ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে। রবিবার ছুটির দিনে তিনি সকলের কাছ থেকে চিরদিনের মত ছুটি নিয়ে চলে গেলেন। বার বার যখন যুদ্ধ জয় করে কুঁদঘাটের বাড়ি ফিরেছেন ঐন্দ্রিলা,পোষ্য ঝাঁপিয়ে পড়েছে তাঁর উপর। ঐন্দ্রিলা কে অনেকক্ষণ বাড়িতে না দেখতে পেলে এই দুই পোষ্য, তোজা-বোজা ঘুরপাক খেতো।
বছরের শেষে লড়াইটা আর জেতা হলো না ঐন্দ্রিলার। গতকাল রবিবার সন্ধ্যেবেলা উদঘাটের আবাসনে যখন ঐন্দ্রিলার মরদেহ আনা হয় তখন ঐন্দ্রিলার তোজো-বোজোও অন্যান্যদের মতোই ছিল চুপচাপ। পোষ্যরা কখনো ভাবেনি যে তাদের প্রিয় ‘দিদি’ ফিরবে শববাহী গাড়িতে। আর কখনো তারা দিদির কোলে ঝাঁপিয়ে পড়বে না। ভালোবেসে আদর করে কোলে তুলে নিতে পারবে না ঐন্দ্রিলা তাঁর দুই ভালোবাসার পোষ্যকে।