Monday, July 7, 2025
HomeখেলাIPL 2023 | Chennai Super Kings | চেন্নাই সুপার কিংস দলের শক্তি...

IPL 2023 | Chennai Super Kings | চেন্নাই সুপার কিংস দলের শক্তি এবং দুর্বলতা

Follow Us :

চেন্নাই: ২০২৩ আইপিএলের প্রহর গোনা শুরু। ৩১ মার্চ প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের (Gujarat Titans) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই টুর্নামেন্টে অন্যতম ধারাহিক দলের নাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ২০০৮ সালে প্রথম আইপিএল থেকেই নজর কাড়ছে মাহি ব্রিগেড। এবারেও নিজের ছাপ ফেলতে মরিয়া থাকবে ক্যাপ্টেন কুল। সম্ভবত এটাই শেষ আইপিএল হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির । তাই যাওয়ার আগে অবশ্যই রাঙিয়ে দিয়ে যেতে চাইবে। একনজরে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস দলের শক্তি এবং দুর্বলতা-

শক্তি

১। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞতা, স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স
২। ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়ারের মতো সফল ওপেনিং জুটির উপস্থিতি
৩। মইন আলির মতো অলরাউন্ডার বেশ কার্যকর। বিশেষ করে তিন নম্বরে পিঞ্চ হিটারের ভূমিকায় মইন আলি বিপক্ষের ত্রাস
৪। মিচেল স্যান্টনার-রবীন্দ্র জাডেজার মতো অলরাউন্ডারের উপস্থিতি 
৫। বেন স্টোকস, মিচেল স্যান্টনার এবং কাইল জেমিসনের মতো ক্রিকেটারেরা যেকোনও সময় ম্যাচের রঙ বদলে দিতে পারে

দুর্বলতা

১। গত মরশুমে দলের খারাপ পারফরম্যান্সের রেশ
২। ব্যাটার মহেন্দ্র সিং ধোনির খারাপ ফর্ম
৩। দীপক চাহারের চোট সমস্যা
৪। প্রধান ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব

সাফল্য
২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।

এবার শুধু গ্যালারি থেকে হুইসল পোডু শোনার অপেক্ষা। উল্লেখ্য, একেবারে চেনা মেজাজে ফিরছে ২০২৩ আইপিএল । ১২টি ভেন্যুতে হোম-অ্যাওয়ে ফরম্যাটে আয়োজিত হতে চলেছে আসন্ন আইপিএল।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39