Monday, July 7, 2025
Homeদেশভূমিধস মেঘালয়ে, বাড়ি চাপা পড়ে মৃত একই পরিবারের ৪ সদস্য

ভূমিধস মেঘালয়ে, বাড়ি চাপা পড়ে মৃত একই পরিবারের ৪ সদস্য

Follow Us :

শিলং: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। শুধুই ধ্বংসের ছবি। সেই রেশ কাটতে না কাটতে ফের প্রাকৃতিক বিপর্যয়ের কবলে হিমালয়ের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে। রবিবার ভূমিধস (Landslide) নামে মেঘালয়ে (Meghalaya)। ঘটনায় বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় গোটা একটি পরিবারের। যা স্থানীয়দের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে চলছে মেঘালয়-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। সেই বৃষ্টির জেরেই এদিন মেঘালয়ের পশ্চিমে জয়ন্তী পাহাড়ের পাইনথোরলাংটেইন এলাকায় বড় ভূমিধস নামে।যার ফলে আস্ত একটি বাড়ি ভেঙে পড়ে।। আর সেই বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের ৪ সদস্যের। সকলেই ওই বাড়ির বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: বেথলেহেমে সপরিবারে আটকে মেঘালয়ের এমপিসহ ২৪

ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন স্থানীয় বিধায়ক। পাশাপাশি সম্ভাব্য বিপদের সতর্কবার্তা দিয়ে স্থানীয় প্রশাসনকে এলাকায় বিশেষ নজরদারি করার কথাও জানিয়েছেন বিধায়ক। মেঘালয়ের ডিজিপি ড. বিষ্ণোই বলেন, ভূমিধসের ফলে একটি পরিবারের ৪ সদস্যের জীবন্ত সমাধি হয়েছে। এদিকে, এই ঘটনায় পরিবারে উত্তরসূরীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

দেখুন আরও অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39