Monday, July 7, 2025
HomeScrollমহালক্ষ্মী রাজযোগ, পাঁচ রাশির আর্থিক ভাগ্য শুভ
Mahalakshmi Raja Yoga

মহালক্ষ্মী রাজযোগ, পাঁচ রাশির আর্থিক ভাগ্য শুভ

৫৪ ঘণ্টার জন্য এই রাজযোগের প্রভাব থাকবে

Follow Us :

বৈদিক জ্যোতিষ (Vedic Astrology) গণনা অনুযায়ী ৭ মার্চ বেলা পৌনে বারোটায় চাঁদ মিথুন রাশিতে প্রবেশ করেছে। ৯ মার্চ পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। যার ফলে এখানে উপস্থিত মঙ্গলের সঙ্গে জুটি জোট মহালক্ষ্মী রাজযোগ (Mahalakshmi Raja Yoga) তৈরি করবে এই গ্রহ, যা পাঁচ রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করবে। মহালক্ষ্মী রাজযোগ নির্মিত হবে। ৫৪ ঘণ্টার জন্য এই রাজযোগের প্রভাব থাকবে।

 

মেষ

সুখের সময় আসছে। ধন  সম্পত্তিতে ভরে উঠবে জীবন। যে কাজে হাত দেবেন সেই কাজেই শুভ ফল লাভ করবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হবে। শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও পারবে না। বাবা মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। নিজের লক্ষ্য পৌঁছবেন। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাদের স্বপ্ন সফল হবে।

আরও পড়ুন: শনিদেবের উদয়ে ভাগ্য ঘুরবে চার রাশির! জেনে নিন আপনার রাশির আপডেট

কন্যা

আপনাদের ওপরেও মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে। চাকরি আর ব্যবসায় খুব লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্তৃপক্ষের সঙ্গে সু সম্পর্ক বজায় থাকবে। সরকারি চাকরির প্রস্তুতি যে জাতক জাতিকারা নিচ্ছেন, তারা লাভবান হবেন। পরিশ্রমের ফল পাবেন। হঠাৎ করে প্রাপ্তি যোগ। বাবার কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। প্রেম জীবন সুখের।

 

তুলা-

মা লক্ষ্মীর কৃপা থাকবে। এই রাশির জাতক জাতিকারা মূলত ধার্মিক হন। অবিবহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। পরিবারের সহযোগিতা পাবেন। সরকারি চাকরি পেতে পারেন। নতুন চাকরির যোগ। ধন সম্পত্তি বৃদ্ধি পাবে।  আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে।  দাম্পত্য জীবনে শান্তি। এত দিন যে কাজগুলি আটকে ছিল, তা সহজে সমাধান হবে।

কুম্ভ

মহালক্ষ্মী রাজযোগ কুম্ভ রাশির জাতক জাতিকাকে বিপুল লাভ দেবে। ধন সম্পত্তির প্রাপ্তি। আকস্মিক অর্থলাভ। জীবনের মোড় ঘুরে যাবে। দীর্ঘদিন কোনও অসুস্থথা থেকে মুক্তি। দীর্ঘ দিন ধরে কোনও রোগভোগে ভুগলে, তা থেকে এবার নিস্তার পাবেন। সমাজে বাড়বে মান সম্মান। সন্তানের তরফ থেকে কোনও ভালো খবর শুনতে পাবেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। আপনি এর ফলে বহু দান পূণ্য করতে পারেন। সন্তানের সুখ প্রাপ্তি হবে।

মীন

মীন রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারেন। নিজের লক্ষ্য পূরণে বাবা মায়ের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিরও যোগ রয়েছে। পারিবারিক জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। আপনার ইচ্ছা শক্তি আগের থেকে শক্তিশালী হবে। জীবন সুখে ভরে যাবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39