নয়াদিল্লি: মানুষের জীবনে রোগ ব্যাধিও যেমন আছে, তেমনি সেই জটিল রোগের চিকিৎসাও আছে। ডিজিটাল প্রযুক্তির দুয়ার খুলে গেছে। ফলে শিক্ষা থেকে চিকিৎসা ব্যবস্থায় জোয়ার এসেছে। এবার মানুষের জীবনে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (Health Minister JP Nadda) ৫০০ কোটি টাকার নয়া প্রকল্পের সূচনা করলেন।
চিকিৎসাক্ষেত্রে(Medical field) গুরুত্বপূর্ণ যন্ত্র, স্কিল ডেভেলপমেন্ট, ক্লিনিক্যাল স্টাডি সহ পরিকাঠামো উন্নয়নে এই বিপুল অর্থ খরচ করা হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য আগামী ৩ বছরে ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। এখানে বিশেষ করে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে। সেগুলি হল মেডিক্যাল ডিভাইসের জন্য কমন ফেসিলিটি, স্কিল ডেভেলপমেন্টস, আমদানি নির্ভরশীলতা কমাতে বিনিয়োগ স্কিম, মেডিক্যাল ডিভাইস প্রোমোশন স্কিম প্রভৃতি।।
আরও পড়ুন:চাইলেও ঋষভ পন্থকে নিতে পারবে না কেকেআর, কেন জানেন?
এই প্রকল্পের অধীনে ১১০ কোটি টাকা পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে। দেশজুড়ে তৈরি হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব, টেস্টিং সেন্টার, অ্যানিমাল ল্যাব। ১৮০ কোটি টাকা ব্যয়ে মেডিক্যাল ডিভাইস তৈরির জন্য কাঁচামাল ও অন্যান্য পণ্য তৈরি করা হবে। ফলে মেডিক্যাল পণ্যে দেশে আমদানির নির্ভরতা কমবে।