কলকাতা: পুজোর কাইন্টডাউন শুরু। মঙ্গলবার লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে (Sree Bhumi Sporting Club) মুখ্যমন্ত্রী শারদোৎসবের সূচনা করবেন। শুধু শহরের লোকজন নয়, বিভিন্ন জেলার মানুষজনও শহরে ঠাকুর দেখতে ভিড় জমান। মেট্রো শহরের লাইফলাইন। পুজো শুরু আগেই ইতিমধ্যে মেট্রোতে (Kolkata Metro Service) যাত্রীদের ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবার চতুর্থী থেকে একাদশী পর্যন্ত মেট্রো রেলের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মেট্রোতে যাত্রীদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। মেট্রো রেলের পক্ষথেকে বলা হয়েছে, পুজোর দিনগুলো রাতভর মিলবে মেট্রো পরিষেবা। চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। প্রথম মেট্রো সকাল ৬:৫০ মিনিটে ছাড়বে এবং শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে শেষ মেট্রো মিলবে। ষষ্ঠীর দিন রাত ১২ টায় শেষ মেট্রো পাওয়া যাবে।
সপ্তমীতে, অষ্টমীতে ও নবমীতে ২৪৮টি সার্ভিস থাকবে। দশমীতে থাকবে ১৭৪ সার্ভিস। চতুর্থী ও পঞ্চমীতে মেট্রো সার্ভিস প্রথম সার্ভিস কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬টা বেজে ৫০ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬.৫৫ মিনিট।দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টা নাগাদ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ১০টা ২৮ মিনিটে।কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ১০টা ৩০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ রাত ১০টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১২:৫৫ মিনিট থেকে শুরু করে শেষ মেট্রো চলবে ভোর ৪টা পর্যন্ত।
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মেট্রো রুটে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর দিন চলবে মোট ১০৬টি রেক। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে ৬৪টি রেক, শেষ মেট্রো হবে রাত ১১:৩০ মিনিটে। অন্যদিকে, চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে চলবে ১১৮টি রেক। সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রথম মেট্রো মিলবে দুপুর ১:৩০ মিনিটে। শেষ মেট্রো হবে রাত ১১:৪৫ মিনিটে। দশমীর দিন প্রথম মেট্রো চলবে দুপুর ২টো।
অন্য খবর দেখুন