শিলিগুড়ি: বিয়ের কথা বলে সহবাস। পরে হুমকি। দুমাস পালিয়ে বেড়ানোর পর শিলিগুড়ি (Siliguri) থেকে গ্রেফতার (Arrest) পুলিশ (Police) কর্মী। অভিযোগ দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তের দেখা পাওয়া যায়নি। ওই পুলিশ কর্মী গা ঢাকা দেন। মাল্লাগুড়ি এলাকা থেকে বাগডোগরা ট্র্যাফিক গার্ডের ওই এএসআইকে গ্রেফতার করা হয়েছে। দার্জিলিঙের মাটিগাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে পাকড়াও করা হয়।
শনিবার তাঁকে হাজির করানো হয় শিলিগুড়ি মহকুমা আদালতে। অভিযুক্ত কোনও মন্তব্য করতে চাননি। অভিযোগকারিণীর দাবি, দীর্ঘ দিন ধরে তাঁদের সম্পর্ক ছিল। দীর্ঘ দিন তাঁরা সহবাস করতেন। বিয়ের কথা বলায় ফোন করে হুমকি দিতেন।
আরও পড়ুন: কে হলেন বায়ু সেনার পরবর্তী প্রধান?
আরও খবর দেখুন