কলম্বো, ৩ এপ্রিল : শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট হয়ে গেল সোশ্যাল মিডিয়া ৷ শনিবার মাঝরাত থেকেই দেশজুড়ে যাবতীয় সোশ্যাল মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে ৷ এর প্রভাব পড়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম-সহ দু‘ডজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর ৷
নেটব্লকস টুইটে জানিয়েছে, “কনফার্মড: রিয়েল টাইম নেটওয়ার্ক ডেটা বলছে যে, শ্রীলঙ্কায় দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে ৷ তীব্র প্রতিবাদ রুখতে জরুরি অবস্থা জারি হওয়ার পরই টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷” সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করা ছাড়াও শনিবার থেকে সোমবার পর্যন্ত দ্বীপরাষ্ট্রে ৩৬ ঘণ্টার কার্ফু জারি করা হয়েছে ৷
কোভিড ১৯-এর জেরে প্রবল মন্দার মুখে শ্রীলঙ্কার অর্থনীতি ৷ রোজ প্রায় ১৩ ঘণ্টার উপর প্রতি ঘরে থাকছে লোডশেডিং ৷ ভেঙে পড়েছে পর্যটন শিল্প ৷ এর জন্য প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে সে দেশে ৷ কলম্বোয় তুমুল বিক্ষোভ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর দেশে জরুরি অবস্থা জারি রয়েছে ।
আরও পড়ুন : Sri Lanka Emergency: জ্বালানি নেই, চরমে খাদ্য সংকট, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা