এ বারের আই এস এল শুরু হচ্ছে ৭ অক্টোবর। প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল খেলবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। ম্যাচটি হবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ চেন্নাইয়ান এফ সি-র সঙ্গে। ম্যাচটি হবে চেন্নাইতে। কলকাতার ডার্বি এবার কলকাতাতেই হবে। প্রথম ডার্বি ২৯ অক্টোবর। দ্বিতীয় ডার্বি ২৫ ফেব্রুয়ারি। এগারোটি দলকে নিয়ে এবারের আই এস এল বেশ দীর্ঘ টুর্নামেন্ট হতে যাচ্ছে। লিগের খেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। মার্চ মাসে হবে নক আউট। তবে এবারের নক আউট ম্যাচের কাঠামো বদল করা হচ্ছে। লিগের প্রথম দুটি দল খেলবে সেমিফাইনালে। আর তৃতীয় থেকে ষষ্ঠ দলগুলি খেলবে এলিমিনেটারে। তৃতীয় দলের সঙ্গে ষষ্ঠ দল। আর চতুর্থ দলের সামনে পড়বে পঞ্চম দল। এই দই ম্যাচের বিজয়ীরা খেলবে সেমিফাইনালে। লিগ চ্যাম্পিয়ন দল পাবে লিগ শিল্ড কাপ। তারা পরের বছর এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
করোনার জন্য গত দু বছরের সব ম্যাচ হয়েছিল গোয়াতে। এ বছর দলগুলিকে আগের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। বিশ্ব কাপ ফুটবল শুরু হবে ২০ নভেম্বর। শেষ হবে ১৮ ডিসেম্বর। বিশ্ব কাপের জন্য আই এস এল বন্ধ থাকবে না। বিশ্ব কাপের মধ্যেই আই এস এল-এর ম্যাচ হবে। তবে এবার ম্যাচগুলি হবে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে। প্রথম সপ্তাহ ছাড়া সোম, মঙ্গল এবং বুধ বার ম্যাচ হবে না। আর আই পি এল-এর মতো রবিবারও ডাবল হেডার হবে। সব মিলিয়ে নতুন কাঠামোয় এবারের আই এস এল-এর জন্য এখন থেকেই উদগ্রীব হয়ে আছে দেশের ফুটবল জনতা।